The Daily Adin Logo
পরিবেশ ও কৃষি
রূপালী ডেস্ক

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

আপডেট: শনিবার, ২৬ জুলাই ২০২৫

গাছের চারা কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখা জরুরি

গাছের চারা কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখা জরুরি

প্রকৃতি আমাদের জীবনের অপরিহার্য অংশ। পরিবেশ রক্ষা, ছায়া প্রদান, ফল-ফসল ও সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছের গুরুত্ব অপরিসীম। তাই গাছ লাগানোর আগে উপযুক্ত চারা নির্বাচন করা অত্যন্ত জরুরি। ভুল চারা বেছে নিলে সময়, শ্রম এবং অর্থ– সবই নষ্ট হতে পারে।

গাছের চারা কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার, তা তুলে ধরা হলো:

সুস্থ ও সবল চারা নির্বাচন করুন: চারা কেনার সময় লক্ষ করুন, চারা যেন সবুজ ও সতেজ হয়। পাতাগুলি যদি হলদেটে বা কুঁকড়ানো হয়, তাহলে বুঝবেন তা অসুস্থ। এমন চারা দ্রুত মারা যেতে পারে।

শিকড়ের গঠন ভালোভাবে দেখুন: চারা যদি পলিথিন ব্যাগে থাকে তাহলে সম্ভব হলে নিচ থেকে শিকড়ের অবস্থা দেখুন। শিকড় যেন গাঁটবাঁধা বা ক্ষতিগ্রস্ত না হয়। শক্তিশালী শিকড় মানেই শক্তিশালী গাছ।

উপযোগী প্রজাতি বেছে নিন: সব প্রজাতির গাছ সব জায়গায় টিকে থাকতে পারে না। আপনি যে অঞ্চলে চারা লাগাবেন, সে অনুযায়ী উপযুক্ত প্রজাতি নির্বাচন করুন। স্থানভেদে জলবায়ু, মাটি ও পানির সহজলভ্যতা ভিন্ন হয়ে থাকে।

চারা নির্ধারণ: আপনি চারা কেনার আগে ঠিক করুন গাছটি কী উদ্দেশ্যে লাগাবেন—ফল খাওয়ার জন্য, কাঠ পাওয়ার জন্য নাকি ওষুধি গুণের জন্য। সেই অনুযায়ী উপযুক্ত প্রজাতি বেছে নিতে হবে।

পরগাছা বা পোকামাকড়মুক্ত: অনেক সময় চারা আগে থেকেই পরগাছা বা কীটপতঙ্গ দ্বারা আক্রান্ত থাকে। এমন চারা বেছে নিলে তা আশপাশের গাছকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।

নার্সারি বা বিক্রেতার বিশ্বাসযোগ্যতা: বিশ্বস্ত ও অভিজ্ঞ নার্সারি থেকে চারা কিনুন। সেখানে সাধারণত উন্নত জাতের ও সঠিক পরিচর্যার চারা পাওয়া যায়। প্রয়োজনে স্থানীয় কৃষি অফিস বা বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

চারার বয়স: অনেক ক্ষেত্রেই সদ্য উৎপন্ন চারা নয়, বরং ৬ মাস বা ১ বছর বয়সি চারা রোপণ করলে গাছ দ্রুত বাড়ে ও টিকে থাকে। অতএব চারা কতদিনের, সে বিষয়ে বিক্রেতার কাছ থেকে স্পষ্ট ধারণা নিন।

চারা রোপণ মানেই একটি জীবনের সূচনা। সঠিক চারা নির্বাচনের মাধ্যমেই একটি গাছের সুস্থ ও টেকসই ভবিষ্যৎ নির্ধারিত হয়। তাই একটু সতর্কতা ও সচেতনতাই এনে দিতে পারে দীর্ঘমেয়াদী সুফল। প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই আসুন আমরা সকলে সুস্থ, সবল ও মানসম্মত চারা বেছে নেই।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.