The Daily Adin Logo
ফিচার
নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

আপডেট: মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

রম্য গল্প: দাঁতভাঙা চুমু

রম্য গল্প: দাঁতভাঙা চুমু

সেদিন বিশ্ব ভালোবাসা দিবস। আমার বন্ধু নশুকে কত কইরা বুঝাইয়া কইলাম। ওরে নশু! সবার কপালে ভালোবাসা সয়না রে। কে শুনে কার কথা। তার ভালোবাসা পালন করতেই অইবো। অনেক বুঝিয়ে শুনিয়ে তার বান্ধবী লাভলীকে রাজি খুশি করিয়ে ভালোবাসা পালন করতে নিয়া গেল বোটানিক্যাল গার্ডেনে। সন্ধ্যা নামবে নামবে ভাব। নশু হাত ধরতে চায় কিন্তু লাভলী হাত ধরতে দেয় না। সে কোলের ওপর মাথা রাখতে চায় লাভলী তাও দেয় না। সে বসন্তবরণ করতে চায় লাভলী বরণ করতে চায় না। খালি কয় আমার ডর লাগতাছে বাসায় যামু। এমন সময় লাভলীকে জোর করে চুমু দিতে গিয়ে দাঁতে দাঁতে টক্কর লেগে নশুর একটা দাঁত ভেঙে যায়। এই ভাঙা দাঁত লইয়া দৌড়াতে দৌড়াতে আমার বাসায় চলে আসে। আমি জিজ্ঞেস করলাম কীরে নশু! রক্ত কিসের? নশু বলে- বন্ধু তুই যেইটা ভাবছিস সেইটা না। লাভলীকে জোর করে চুমু দিতে গিয়ে দাঁত ভাইঙ্গা ফালাইছি। এখন আম্মারে কি জবাব দিমু!

 

কলাগাছিয়া, কুমিল্লা
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.