The Daily Adin Logo
ফিচার
মির্জা হাসান মাহমুদ

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

শীতকালীন বিয়ের ফ্যাশনে শাড়ি

শীতকালীন বিয়ের ফ্যাশনে শাড়ি

শীতকালে বিয়ে মানেই রঙিন আলোকসজ্জা, জমকালো আয়োজনে ভরপুর পরিবেশ এবং ফ্যাশনের ক্ষেত্রে সৃজনশীলতা দেখানোর উপযুক্ত সময়। বাংলাদেশে বিয়ের সাজের মূল আকর্ষণ শাড়ি, যা যুগের পর যুগ ধরে ঐতিহ্যের প্রতীক হয়ে আছে। তবে শীতের ঠান্ডা আবহাওয়ায় শাড়ির ফ্যাশনে যোগ হয়েছে কিছু নতুনত্ব ও আধুনিকতার ছোঁয়া।

ফ্যাশন ডিজাইনারদের মতে, শীতকালের বিয়েতে শাড়ি নির্বাচন করতে হলে সবার আগে গুরুত্ব দিতে হবে কাপড়ের ধরন ও আরামদায়কতার ওপর। ডিজাইনার তানজিলা রহমান বলেন, ‍‍`শীতকাল শাড়ির জন্য ভারী ও নান্দনিক কাপড় বেছে নেওয়ার উপযুক্ত সময়। সিল্ক, বেনারসি, কাতান, এবং মখমলের মতো কাপড়গুলো শীতে আরামদায়ক এবং জমকালো দুই-ই।‍‍` বেনারসি শাড়ি এখনও বিয়ের সবচেয়ে জনপ্রিয় পছন্দ হলেও, এখনকার ট্রেন্ডে রয়েছে জরি বা এমব্রয়ডারি করা মখমলের শাড়ি, যা বিয়ের সাজে রাজকীয় এক অনুভূতি যোগ করে।

রঙের পছন্দে ঋতুর প্রভাব

শীতকালে রঙের ক্ষেত্রে উজ্জ্বল ও গভীর শেডের শাড়িগুলো বেশি প্রাধান্য পায়। ফ্যাশন বিশেষজ্ঞরা মনে করেন, লাল, গোল্ডেন, ম্যারুন, এবং ডার্ক গ্রিনের মতো গাঢ় রঙগুলো শীতের বিয়েতে সবচেয়ে মানানসই। এগুলো শীতকালীন আবহের সঙ্গেও বেশ খাপ খায়। এর পাশাপাশি, অনেক কনে এখন সফট প্যাস্টেল টোনের শাড়ি পছন্দ করছেন। প্যাস্টেল পিঙ্ক, অফ হোয়াইট বা পিচ রঙের কাতান শাড়ি পরিপাটি গয়না এবং ভারী মেকআপের সঙ্গে পরলে নজরকাড়া লুক তৈরি হয়।

লেয়ারিং ও স্টাইলিং

শীতকালের ঠান্ডা থেকে বাঁচতে শাড়ির সঙ্গে লেয়ারিং এবং স্টাইলিংয়ের বিষয়েও ভাবা প্রয়োজন। শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজের ওপর কাশ্মীরি শাল, ভারী ওয়ার্ক করা জ্যাকেট, বা ফ্যাশনেবল কেপ পরা এখন বেশ ট্রেন্ডি। এগুলো শীতের জন্য যেমন উপযোগী সেইসঙ্গে পুরো সাজকে করে তোলে আরও আধুনিক।
ফলস বা হেমলাইনের কাজ শাড়ির সৌন্দর্যকে দ্বিগুণ করে তোলে। ডিজাইনাররা শীতকালের বিয়ের শাড়িতে স্টোন, পুঁতি বা জরির হ্যান্ডওয়ার্কের ওপর বেশি জোর দেন। এতে শাড়ির ভার বাড়ে, যা শীতে স্বস্তি দেয় এবং চলাফেরায় আরামদায়ক হয়।

আনুষঙ্গিকতার গুরুত্ব

শীতকালীন বিয়ের শাড়ির সাজে আনুষঙ্গিকতার গুরুত্ব অপরিসীম। রুবি সেট, পোলকি জুয়েলারি, বা টেম্পল গয়নার সঙ্গে ম্যাচিং কাঁথাস্টিচের বা নেটের কাজ করা ওড়না সাজকে আরও আকর্ষণীয় করে তোলে। এছাড়া, শাড়ির সঙ্গে চুলের সাজেও নতুনত্ব আনছে ক্রিস্টাল এবং স্টোন জড়ানো হেয়ার অ্যাকসেসরিজ।

ফ্যাশনের বাইরেও একটি বার্তা

শীতকালীন বিয়েতে শাড়ির ফ্যাশনে নতুনত্ব আনলেও ঐতিহ্যকে ভুলে যাওয়া উচিত নয়। দেশের ফ্যাশন ডিজাইনাররা বারবার বলেন, ‍‍`শাড়ি আমাদের সংস্কৃতির অংশ। শীতকালীন বিয়ের সাজেও ঐতিহ্যের ছোঁয়া রাখা উচিত, কারণ এটিই আমাদের শিকড়ের পরিচয় বহন করে।‍‍`

শীতকালে বিয়েতে শাড়ির ফ্যাশন কেবল সৌন্দর্যের নয়, বরং নান্দনিকতার, আরামদায়কতার, এবং ঐতিহ্যের মেলবন্ধন। সঠিক কাপড়, রঙ, এবং স্টাইলিংয়ের সমন্বয়ে শীতের বিয়েতে শাড়ি হতে পারে নিখুঁত সাজের অবিচ্ছেদ্য অংশ।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.