The Daily Adin Logo
ফিচার
মিনহাজুর রহমান নয়ন

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫

আপডেট: বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫

হৃদরোগের উপসর্গ ও লক্ষণ সমূহ

হৃদরোগের উপসর্গ ও লক্ষণ সমূহ

হৃদযন্ত্রের নিজস্ব রক্তনালিতে চর্বি জমে রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে বিভিন্ন উপসর্গ দেখা দেয়, যা হৃদরোগ হিসেবে পরিচিত। যে কেউই হৃদরোগে আক্রান্ত হতে পারেন। কিশোর বয়স থেকে সূত্রপাত হলেও সাধারণত মধ্যবয়স থেকে রোগ প্রকাশ পেয়ে থাকে। পুরুষদের হৃদরোগের প্রবণতা তুলনামূলক বেশি, তবে নারীরাও বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হৃদরোগ বা হার্ট অ্যাটাকের বাড়তি  ঝুঁকিতে থাকেন। হৃদরোগের বিভিন্ন উপসর্গ ও লক্ষণ নিয়ে কথা বলেছেন 
ডা. ভি বিনোথ কুমার-

বুকে ব্যথা 
বুকের মধ্যে ব্যথা হয়। বুকের মধ্যে যেকোনো জায়গায় ব্যথা হতে পারে। বুকের মধ্যে মাঝখানে হটাৎ ব্যথা হতে পারে। বুকে হাল্কা চাপ দিলে অনেক ব্যথা অনুভব হয়। 


শ্বাস নিতে সমস্যা 
প্রথম ও দ্বিতীয় স্টেজের  রোগীদের সাধারণত শ্বাস নিতে  সমস্যা হয়। ২০ থেকে ৩০ মিনিট মাধ্যম স্পিডে হাটার পর 
যদি কষ্ট হয় বা শ্বাস নিতে সমস্যা হয় তাহলে তার হার্টের সমস্যা আছে। 


রাতে বা ঘুমের মধ্যে কাশি 
রাতে ঘুমানোর সময় বা খাওয়ার পর অথবা শুয়ে পরার পর কাশি ওঠে। সেই কাশি অনেক সময় দীর্ঘমেয়াদি হয়। অনেক সময় সারারাত থাকে। ১০মিনিট থেকে ঘণ্টাখানেক এই  কাশি থাকে। এই সমস্যা হলে বুঝতে হবে আপনার হার্টের সমস্যা আছে। 


দ্রুত হার্টবিট অথবা কম হার্টবিট 
অনেক সময় আপনাদের খুব দ্রুত হার্টবিট হয় আবার অনেকের খুব কম হার্টবিট হয়। ফলে শ্বাস-প্রশ্বাস নিতে অনেকের সমস্যা হয়। অনেকেই ঠিকভাবে শ্বাস নিতে পারেন না। থেমে থেমে নিতে হয়। তাহলে বুঝতে হবে আপানার হার্টের সমস্যা আছে।  


ডাঃ ভি বিনোথ কুমার

সিনিয়র কনসালটেন্ট
ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট
কেয়ার হসপিটাল, ভারত



 ভিডিও থেকে অনুলিখন : মিনহাজুর রহমান নয়ন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.