The Daily Adin Logo
ফিচার
ফিচার ডেস্ক

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫

মহান একুশের রঙ বাংলাদেশ

মহান একুশের রঙ বাংলাদেশ

শুধুমাত্র নিজের ভাষায় কথা বলবার অধিকারের লড়াইয়ে বাংলার দামাল সন্তানেরা বুকের রক্ত ঢেলে দিয়েছিল, আর পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছিল বাংলা ভাষার মহিমা। ১৯৫২ সালের সেই ভাষার লড়াইকে সম্মান জানিয়ে বর্তমানে প্রতি বছর সারাবিশ্বে পালিত হয় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’

একুশের সেই মহান চেতনাকে ধারণ করেই দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন হাউস ুরঙ বাংলাদেশ” তাদের একুশের পোশাকের ডিজাইনে নিয়ে এসেছে বাংলাভাষার সেই আবহটাকেই। পোশাকে থিম ভিত্তিক ডিজাইনের প্রবক্তা ‘রঙ বাংলাদেশ’এর এবারের থিম-বাংলা ভাষা ও বাংলা বর্ণমালা। পোশাকের আচ্ছাদনে যেন নিজেকে যুক্ত করে নেয়া বাংলাভাষার আবেগের সঙ্গে। একটি দেশীয় ফ্যাশন হাউসের সঙ্গে দেশীয় এই চেতনাকে সম্মান জানানোর প্রচেষ্টা নিশ্চিতভাবেই প্রশংসার দাবী রাখে।

হাফসিল্ক, বিভিন্ন ধরণের কটন, ভয়েল কাপড়ে স্ক্রিনপ্রিন্ট, ব্লকপ্রিন্ট, কাটিং-সুইং ও অ্যামব্রয়ডারি কাজে তৈরি হয়েছে পোশাকের অলংকরণ। প্রতিটি পোশাকের ডিজাইনকে নান্দনিক মাত্রা দেয়ার চেষ্টা করা হয়েছে একুশ এর চেতনার নানান অনুষঙ্গের সন্নিবেশে। উৎসবের পরিপূর্ণতার জন্যে রয়েছে যুগল আর পরিবারের সবার জন্যে একই থিমের পোশাক। উপহার সামগ্রী হিসেবে রয়েছে একুশের ডিজাইনের মগ। একুশের সংগ্রহে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কামিজ, ওড়না, ব্লাউজ, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, উত্তরীয়। ছোটদের জন্য রয়েছে কামিজ, ফ্রক, স্কাট টপস সেট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট।

একুশ আয়োজনকে ঘিরে যেকোন অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই মিলে একইরকম পোশাক পরতে সুলভ পাইকারী দামেও পাওয়া যাবে রঙ বাংলাদেশ এর একুশ আয়োজনের পোশাক। কর্পোরেট প্রোগ্রাম বা যেকোন সাংস্কৃতিক অনুষ্ঠান সব ধরনের আয়োজনেই রঙ বাংলাদেশ এর এই একুশ আয়োজনের পোশাক ক্রেতাকে করবে আকর্ষণীয়।

রঙ বাংলাদেশ এর ঢাকা ও ঢাকার বাহিরের সকল আউটলেটেই পাওয়া যাচ্ছে একুশ উৎসবের আয়োজন। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে একুশ আয়োজনের পণ্য ক্রয়ে ভিজিট করুন www.rang-bd.com অথবা রঙ বাংলাদেশ এর ভ্যারিফাইড ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh  

মডেল: পূর্ণিমা বৃষ্টি, মৃধা সাহা মম , শুভ, আমায়া সাহা ও অরিক্ত রায় 

 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.