The Daily Adin Logo
ফিচার
রূপালী ডেস্ক

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

হেলাল হাফিজকে উৎসর্গ করে গোলাম মোস্তফার কাব্যগ্রন্থ ‘পাতা ঝরার দিনে’

হেলাল হাফিজকে উৎসর্গ করে গোলাম মোস্তফার কাব্যগ্রন্থ ‘পাতা ঝরার দিনে’

অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে কবি গোলাম মোস্তফার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘পাতা ঝরার দিনে’। বইটি উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত কবি হেলাল হাফিজকে। বইটি প্রকাশ করছে ‘এক রঙা এক ঘুড়ি’। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের স্টলে (৬১৮) বইটি পাওয়া যাচ্ছে। কাব্যগ্রন্থটি প্রচ্ছদ করেছেন শিল্পী নবী হোসেন।

স্কুলজীবনে থাকতে লেখালেখির চর্চা শুরু করেন গোলাম মোস্তফা। কবিতার সঙ্গে তার সখ্য গড়ে ওঠে বিশ্ববিদ্যালয় জীবনে। প্রায় দুই যুগ ধরে লিখে চলেছেন তিনি। এর আগে মলাটে বন্দী হয়েছে তার দুটি গল্পগ্রন্থ ও একটি কাব্যগ্রন্থ।

গোলাম মোস্তফা বলেন, ‘এই কাব্যগ্রন্থে কবিতা রয়েছে। এখানে ওঠে এসেছে বদলে যাওয়া শহর থেকে শুরু করে আলোকিত শহরে অন্ধকারে আমরা কার সাথে বাস করছি।  সাদা জোনাকির মন নিয়ে পাতা ঝরার দিনে অবুঝ ভালোবাসা নির্জনে কিভাবে স্বপ্নের ভিতর হারায়। আবার অন্য মনে মন্দ সময়ে জুলাই বিপ্লবের মত নতুন বাংলাদেশ কবিতায় ওঠে এসেছে। হৃদয়ের গভীরতম কথায় মহা জাগতিক প্রেমও উঠে এসেছে এ কাব্যগ্রন্থে।’

হেলাল হাফিজকে উৎসর্গের বিষয়ে গোলাম মোস্তফা বলেন, ‘বইটি লেখা শেষ হলেই কবি হেলাল হাফিজের সঙ্গে সাক্ষাতের কথা ছিল। কিন্তু তিনি অসুস্থ ছিলেন বলে আমরা দেখা করতে পারিনি। এরপর তো কবি মারা গেলেন। ইচ্ছে ছিল তাঁকে দিয়ে মোড়ক উন্মোচন করাব। কিন্তু এই ইচ্ছে আর পূরণ হলো না।’

২০২০ সালে ‘এক রঙা এক ঘুড়ি’  প্রকাশনী থেকে প্রকাশিত গোলাম মোস্তফার প্রথম কাব্যগ্রন্থ ‘সৌন্দর্য’। প্রথম কাব্যগ্রন্থে চিত্রকলা, সংগীত, চলচ্চিত্র, নৃত্যকলা, ফ্যাশন, রান্না শিল্প, প্যারা নরমাল ও নতুন আঙ্গিকে সুফি ভাবাদর্শের অসাধারণ সমন্বয় ঘটিয়েছিলেন তিনি। একই প্রকাশনী থেকে ২০২১ সালে প্রথম গল্প গাঁথা ‘গ্রীস ভ্যালী’ ও ২০২৩ সালে দ্বিতীয় গল্প গাঁথা ‘আয়না ও প্রতিবিম্বের বিকেল’ প্রকাশিত হয়। চতুর্থ গ্রন্থ ‘পাতা ঝরার দিনে’ও প্রকাশিত হয়েছে একই প্রকাশনী থেকে।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.