The Daily Adin Logo
ফিচার
নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

লাকি জাদু’র দুইটি কবিতা

লাকি জাদু’র দুইটি কবিতা

 

গোপন প্রেমের সুতো

 

এমন তর ঘোরে যখনই হাৎড়াই 
তখনই মনে পরে, তুমি তো সখা 
আমার স্বপ্নের শখের পুরুষই নয়, 
তোমার গোপন প্রেমের সুতোয় 
বোনা মাল্য গলায় জরাতেই ভয়।

নিখুঁত অভিনয়ের কলাকৌশলের
পারদর্শীতায় পদক পাওয়ার যোগ্য
নেহায়েত বোকামি করেই আমি
আবেগের বশে বিমোহিত দর্শক 
ছলনা না ভালোবাসা না বুঝেই মুদ্ধ।

বলয় ছেড়ে ছিন্ন করে মনের আবেগ 
দেবে ঢেলে, ভালোবাসা রূপেই ছলনা।
গোপন প্রেমের সুতোয় পরলে পরে টান
যতটাই হোক নিখুঁত অভিনয়, রবে না
এক নিমিষেই মুছে যাবে গল্প অভিধান।

 

বেহায়া

 

সম্পর্ককে স্বাভাবিক সুন্দর রাখতে
যেকোন একজনকে হতে হয় চরম বেহায়া, 
সে একজনটা না হয় আমি হলাম
অভিযোগের ডায়রীটা বক্সোবন্দি করে
ছুড়ে ফেলে দিয়ে বুকে আলিঙ্গন 
করবো নিয়ে প্রচন্ড মায়া।
আমি সব আবেগ অনুভূতি বোঝার চেষ্টার সর্বচ্চোচূড়ায় আরোহন করবো 
নির্দিধায় ভুলে চারপাশের 
আলোচনা- সমালোচনা, লজ্জা- হায়া।
আমিই না হয় মেঘাচ্ছন্ন দিনের 
একপশলা বৃষ্টি হবো, 
কনকনে শীতে আদর মাখা 
চাদরজড়ানো চরম উষ্ণতা হবো।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.