The Daily Adin Logo
ফিচার
রূপালী প্রতিবেদক

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

বইমেলায় রকিবুল ইসলাম ছাবির ‘সাদা ক্যানভাস’

বইমেলায় রকিবুল ইসলাম ছাবির ‘সাদা ক্যানভাস’

চলছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের ঘ্রাণে মাসব্যাপী এই মেলার জন্য বছরজুড়ে অপেক্ষায় থাকেন পাঠক, লেখক ও প্রকাশক। প্রতিবছর বইমেলায় নতুন লেখকদের বই আসে। তাই সব মিলিয়ে বইমেলা কোটি বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা।

কিছু বই পড়ার শেষে পাঠকের মনে রেশ থেকে যায়। আর সেটা পাঠককে অন্য জগতে নিয়ে যায়। নিয়মিত যেহেতু বই পড়া হয় তাই বইমেলায় নতুন লেখকদের বইগুলোও বাদ যায় না। ডিজিটাল এই যুগে লেখকদের বই প্রকাশের খবর জেনে নেওয়া সহজ হয়ে গেছে। আর একই সঙ্গে পাঠকও সহজ ভাবনায় তার ভালো কিংবা মন্দ লাগার খবর জানাতে পারেন।

এবারের বই মেলায় পাঠকদের নজর কেড়েছে ‘সাদা ক্যানভাস’ বইটি। এই বইটি কবিতা কিংবা গল্পের বই নয়। এতে লেখক তার আবেগের জায়গা থেকে কখনো গল্পে আর কখনো ছন্দ দিয়ে তার ভাব প্রকাশ করেছেন।

‘সাদা ক্যানভাস’ বইয়ের লেখক রকিবুল ইসলাম ছাবি। তিনি তার বইয়ে নিজের দর্শন আর বাস্তব জগতের মিল তুলে ধরেছেন।

পাঠকরা বলছেন, এই বইয়ের কিছু লেখা পড়তে গিয়ে মনে হয়েছে এটা যেন তাদের নিজেদেরই গল্প যেটা বলা হয়নি। এছাড়া কিছু কবিতা মনে করিয়ে দিয়েছে সম্পর্কের টানাপোড়েনের চক্রকে। মানবজীবনের প্রতিটি ধাপ আলাদা তবে অদ্ভুত ভাবে মনে হয়েছে ‘সাদা ক্যানভাস’-এ সেটা ধরা দিয়েছে বর্ণ হয়ে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.