The Daily Adin Logo
ফিচার
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

মেলায় ছোটদের জন্য সাবিত সারওয়ারের ‘মেছোভূতের কান্না’

মেলায় ছোটদের জন্য সাবিত সারওয়ারের ‘মেছোভূতের কান্না’

সাবিত সারওয়ারের নতুন বই "মেছোভূতের কান্না" শিশুদের জন্য একটি আকর্ষণীয় ও শিক্ষণীয় বই, যা মেলায় এসেছে। এটি শুধুমাত্র একটি ভূতের গল্পের বই নয়, বরং বাস্তব কাহিনির ওপর ভিত্তি করে লেখা, যা বয়ানের মাধ্যমে লেখক আরও মজাদার এবং কল্পনাপ্রবণ করে তুলেছেন। এই বইটি শিশুদের মনন ও বিনোদনকে একত্রিত করতে চেষ্টা করেছে এবং এটি তাদের মানবিক গুণাবলি, সম্প্রীতি ও সহনশীলতা শেখানোর দিকে নজর দিয়েছে।

বইটির ৯টি ভিন্ন স্বাদের গল্প রয়েছে, যেমন “মেছোভূতের কান্না”, যেখানে গ্রামীণ পটভূমিতে দুই বন্ধু দবির ও মতির মাছ ধরতে গিয়ে মেছোভূতের মুখোমুখি হয়। এছাড়া “কালরাতে ফুলপরি এসেছিল”, “দুষ্টু ইঁদুরের কাণ্ড”, “একজন বাবার অভাবে” এবং “থ্যাংক ইউ মিস” সহ আরও চমৎকার গল্প রয়েছে, যা শিশুদের কল্পনাশক্তি এবং কৌতুহলকে উদ্দীপ্ত করবে।

বইটির প্রচ্ছদে চারটি রঙ ব্যবহার করা হয়েছে এবং এটি পুথিনিলয় প্রকাশনী থেকে প্রকাশিত। মেলার ১৬ নম্বর প্যাভিলিয়নসহ দেশের বিভিন্ন জায়গা থেকে বইটি সংগ্রহ করা যাবে, এমনকি অনলাইনেও পাওয়া যাবে।

এই বইটি কেবল বিনোদনই নয়, শিশুদের মানসিক বিকাশে সহায়তাও করে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.