The Daily Adin Logo
ফিচার
রূপালী ডেস্ক

বুধবার, ১২ মার্চ ২০২৫

আপডেট: বুধবার, ১২ মার্চ ২০২৫

বিশ্বের সবচেয়ে ছোট রাষ্ট্রের আয়তন জানেন?

বিশ্বের সবচেয়ে ছোট রাষ্ট্রের আয়তন জানেন?

বিশ্বের সবচেয়ে ছোট দেশ, ‘ভ্যাটিকান সিটি’ তার আয়তন মাত্র ০.৪৯ বর্গকিলোমিটার। এতো ছোট দেশ হওয়ার সত্ত্বেও এটি বিশ্বের সবচেয়ে নিদর্শনগুলোর মধ্যে অন্যতম।

দেশ বলতে আমরা বুঝি ভৌগলিকভাবে বিশালাকার স্থলভূমি, যেখানে গ্রাম, শহরসহ আরও অনেক কিছু থাকে। সেই তুলনায় ‘ভ্যাটিকান সিটি’ কেবরই একটি শহর মাত্র।  

আসলে ‘ভ্যাটিকান সিটি’র নাম উঠলে, এটিকে স্বাধীন দেশের বদলে বরং একটি বিশাল ধর্মীয় এবং সাংস্কৃতিক সমাজ বলে বেশি মনে হয়। গোটা দেশ ঘুরে দেখতে একদিন মতো সময় লাগে। আর একদিনের মধ্যে ঘুরে নেওয়া যায় দেশের সব জায়গা।

সেন্ট পিটার্স ব্যাসিলিকা

ভ্যাটিকান সিটির কেন্দ্রস্থলে রয়েছে বিশ্বের বৃহত্তম এবং জমকালো গির্জাগুলোর মধ্যে অন্যতম সেন্ট পিটার্স ব্যাসিলিকা। এর ভিতরে রয়েছে ইটালিয়ান ভাস্কর ও শিল্পী মাইকেলেঞ্জেলোর নকশা করা গম্বুজ টাওয়ার, ইটালিয়ান ভাস্কর ও শিল্পী বারনিনির বালদাচিন এবং মাইকেলেঞ্জেলোর পিটা-র মতো বিখ্যাত সব সৃষ্টি।

ভ্যাটিকান মিউজ়িয়াম

ভ্যাটিকান মিউজ়িয়াম বিশ্বের সবচেয়ে সেরা শিল্প সংগ্রহশালার মধ্যে একটি। এটি নবজাগরণের সময়কার অমূল্য সব সৃষ্টি, পুরোনোদিনের ভাস্কর্য এবং ঐতিহাসিক নিদর্শন দিয়ে পরিপূর্ণ। এগুলির মধ্যে রয়েছে শিল্পের অন্যতম সেরা নিদর্শন সিস্টিন চ্যাপেল। যাতে দেখা যায় মাইকেলেঞ্জেলোর আঁকা কিংবদন্তি ‘ফ্রেস্কো’ এবং আদমের প্রতীকী সৃষ্টি।

অ্যাপোস্টোলিক প্রাসাদ (পোপের বাসভবন)

অ্যাপোস্টোলিক প্রাসাদ হলো পোপের বাসভবন। সেখানে থেকে তিনি যাবতীয় দায়িত্ব কর্তব্য পালন করেন। তবে এই ভবনের যে কোনও স্থানে দর্শনার্থীরা প্রবেশের অনুমতি পান না। বদলে দেখতে পান পোপ অ্যাপার্টমেন্ট, সিক্রেট আর্কাইভ ও বাগানের ঝলক মাত্র।

ভ্যাটিকান গার্ডেন

দেশের প্রায় অর্ধেক অংশ জুড়ে অবস্থান করছে ভ্যাটিকান গার্ডেন। এ যেন শহরের মধ্যে অবস্থিত একটি শান্ত মরুদ্যান। বাগানের গাছপালা এবং স্থাপত্যগুলি মনমুগ্ধকর।

সুইস গার্ড

ভ্যাটিকান সিটির অনন্য দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি সুইস গার্ড। এঁরা হলেন বিশ্বের সবচেয়ে ছোট সেনাবাহিনী। তাঁরা আজও রেনেসাঁ বা নবজাগরণের সময়কার ঐতিহ্যবাহী নীল, লাল এবং হলুদ ইউনিফর্ম পরেন। তাঁদের দায়িত্ব পোপ এবং ভ্যাটিকানকে রক্ষা করার জন্য।

নাগরিকবিহীন দেশ

যদিও ভ্যাটিকান সিটিতে বসবাসকারী লোকসংখ্যা প্রায় ৮০০। এঁদের মধ্যে বেশিরভাগই ধর্মযাজক, সুইস গার্ড বা ক্যাথলিক চার্চের কর্মকর্তা। এখানে কোনও স্থায়ী বাসিন্দা নেই এবং এখানকার নাগরিকত্বও অস্থায়ী।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.