The Daily Adin Logo
ফিচার
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

মঙ্গলের পথে টেসলার রোবট

মঙ্গলের পথে টেসলার রোবট

বিশ্বের শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ঘোষণা করেছেন, ২০২৬ সালের শেষের দিকে স্টারশিপ মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করবে। এ ঐতিহাসিক অভিযানে থাকবে টেসলার হিউম্যানয়েড রোবট ‘অপ্টিমাস’।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে মাস্ক এ তথ্য জানান। 

তিনি আরও উল্লেখ করেন, সফল মিশনের ভিত্তিতে ২০২৯ সালের মধ্যে মানব অবতরণ সম্ভব হতে পারে, তবে বাস্তবায়ন ২০৩১ সালেও গড়াতে পারে। স্টারশিপ স্পেসএক্সের সবচেয়ে উন্নত রকেট প্রযুক্তি, যা মহাকাশ গবেষণা এবং উপগ্রহ উৎক্ষেপণের পাশাপাশি মঙ্গলে বসতি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

টেক্সাসের বোকা চিকায় গত ৬ মার্চ স্টারশিপের অষ্টম পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়, যা প্রকল্পটির অগ্রগতির গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে।

অন্যদিকে, টেসলার ‘অপ্টিমাস’ রোবট ২০২৪ সালের মধ্যেই কারখানায় কাজ করার উপযোগী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এআই প্রযুক্তির মাধ্যমে এটি মহাকাশ অভিযানে অবদান রাখতে পারে। 

মার্কিন নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হওয়ায় নাসার চন্দ্রাভিযানের চেয়ে মঙ্গল মিশনের ওপর জোর দেওয়া হতে পারে, যা স্পেসএক্সের জন্য এক বিশাল সুযোগ এনে দেবে। ইলন মাস্কের এ উচ্চাভিলাষী পরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, তবে তা মানব সভ্যতার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.