The Daily Adin Logo
ফিচার
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

গরমে বিদ্যুৎ বিল কমাতে যা করবেন

গরমে বিদ্যুৎ বিল কমাতে যা করবেন

বর্তমানে সবাই কমবেশি গ্যাজেটনির্ভর হয়ে পড়েছে। দৈনন্দিন কাজের জন্য প্রায় সব বাড়িতেই বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সরঞ্জাম রয়েছে। গরমে এসি, ফ্যান, এয়ার কুলার চালিয়ে বিদ্যুৎ বিল বেশি আসে সবারই। তবে একটু বুদ্ধি খাটালেই আপনি বিদ্যুৎ বিল কমাতে পারবেন।

আমরা সবাই আমাদের বাড়িতে এমন অনেক বৈদ্যুতিক পণ্য ব্যবহার করি, যেগুলো প্রচুর বিদ্যুৎ খরচ করে। তাই আমাদের এই পণ্যগুলো ব্যবহার করা বন্ধ করা উচিত। তাহলেই দেখা যাবে যে নিজেদের বিদ্যুৎ বিল আপনা-আপনি অর্ধেক হয়ে যাবে।

>> সস্তার কারণে বেশির ভাগ মানুষই উইন্ডো এসি ক্রয় করে থাকেন। কিন্তু তারা জানেন না যে, উইন্ডো এসি প্রচুর বিদ্যুৎ খরচ করে। এ জন্য প্রথমেই নিজেদের উইন্ডো এসি সরিয়ে তা ইনভার্টার এসিতে রূপান্তর করা উচিত অথবা ৫ স্টার রেটিংসহ স্প্লিট এসি ব্যবহার করা উচিত। ফলে নিজেদের বিদ্যুতের বিল এক ধাক্কায় অনেকটাই কম হয়ে যাবে।

>> ইলেকট্রিক গিজার অনেক বেশি পরিমাণে বিদ্যুৎ খরচ করে। এর পরিবর্তে কেউ চাইলে পানি গরম করার রড ব্যবহার করতে পারেন। এটি বৈদ্যুতিক গিজারের চেয়ে কম বিদ্যুৎ খরচ করে। এ ছাড়াও বৈদ্যুতিক গিজারের পরিবর্তে গ্যাস গিজারও ব্যবহার করা যেতে পারে। যা এক ধাক্কায় বিদ্যুতের বিল অনেকটাই কম করে দিতে পারে।

>> বাড়ির রান্নাঘরের বায়ু চলাচলের জন্য চিমনি ব্যবহার করা হয়। এটি প্রচুর বিদ্যুৎ খরচ করে। অনেক সময় গ্রাহকরা এটি চালু করে বন্ধ করতে ভুলে যান। যার কারণে বিদ্যুতের বিল বেশি আসে। এই কারণেই গ্রাহকদের অবিলম্বে একটি চিমনির বদলে একজস্ট ফ্যান লাগানো উচিত। এটি আরও কার্যকর এবং এতে বিদ্যুৎ খরচও খুব কম হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.