The Daily Adin Logo
ফিচার
রূপালী ডেস্ক

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

আপডেট: শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

চুলে মেহেদি পাতার উপকারিতা-অপকারিতা

চুলে মেহেদি পাতার উপকারিতা-অপকারিতা

চুলের যত্নে বেশ জনপ্রিয় মেহেদি পাতা। যেসব উপাদান চুলের সৌন্দর্য বাড়ায়, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই উপাদান। অন্যান্য রাসায়নিক রং যেখানে চুলকে শুষ্ক ও প্রাণহীন করে দেয়, সেখানে মেহেদি পাতা চুলকে করে আরও উজ্জ্বল ও রঙিন।

মেহেদি পাতা চুল রং করার পাশাপাশি চুল ঘন করতে এবং মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতেও কাজ করে। খুশকি, রুক্ষতা, শুষ্কতা, অকালপক্বতা ইত্যাদির সমাধান করা সম্ভব প্রাকৃতিক উপাদান মেহেদি দিয়ে।

চুলে মেহেদি ব্যবহারের উপকারিতা 

১. খুশকি দূর করে

মেহেদি পাতা মাথার ত্বক ঠান্ডা ও মসৃণ করতে সাহায্য করে। এটা খুশকি দূর করে। চার টেবিল-চামচ মেহেদি বাটার সঙ্গে সম্পূর্ণ একটা লেবুর রস এবং দুই টেবিল-চামচ দই মিশিয়ে ঘন মসৃণ পেস্ট তৈরি করুন। পেস্টটি মাথার ত্বক ও চুলে মেখে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর সালফেট বিহীন শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।

২. চুল দ্রুত বৃদ্ধি করে

যারা লম্বা চুল পেতে চান, তাদের জন্য সাহায্যকারী উপাদান মেহেদি পাতা। এতে রয়েছে কিছু প্রাকৃতিক উপাদান, যা চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। চুলের যত্নে নিয়মিত মেহেদির প্যাক ব্যবহার করতে পারেন।

এজন্য প্রথমে ২৫০ মিলি কালো তিলের তেল গরম করে নিতে হবে। সেই তেলে পাঁচ কাপ মেহেদি পাউডার মিশিয়ে নেবেন। ৫-৬ মিনিটের মতো গরম করে নিন। এরপর সপ্তাহে দুই থেকে তিনবার এটি ব্যবহার করবেন। গোসলের আগে চুলে ব্যবহার করবেন। ঘণ্টাখানেক রেখে শ্যাম্পু করে ফেলবেন।

৩. চুল পড়া কমাতে

চুল পড়া কমাতে ব্যবহার করতে পারেন সরিষার তেল ও মেহেদির মিশ্রণ। এটি আপনার চুল পড়ার সমস্যা অনেকটাই কমিয়ে দেবে। প্যাকটি তৈরি করার জন্য ছয় টেবিল-চামচ আমলকীর গুঁড়া, তিন টেবিল-চামচ মেহেদির গুঁড়া, দুই টেবিল-চামচ মেথি গুঁড়া একটা পাত্রে ভালোমতো মিশিয়ে নিন। এরপর এতে ১০ টেবিল-চামচ পানি, একটা ডিমের সাদা অংশ এবং একটা লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। প্রয়োজন হলে এতে পানি যোগ করতে পারেন। প্যাকটি তৈরি করে এক ঘণ্টা রেখে দিন। এরপর তা সম্পূর্ণ চুলে লাগিয়ে এক ঘণ্টা অপেক্ষা করুন। সালফেট মুক্ত শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে কন্ডিশনার ব্যবহার করুন।

সতর্কতা ও টিপস

১. মাথার ত্বকে যদি অ্যালার্জি বা চর্মরোগ থাকে তবে চুলে মেহেদি দেবেন না।

২. মেহেদি লাগানোর আগে চুল ভালোমতো ছাড়িয়ে নিন। কারণ এই উপাদান চুলে জট সৃষ্টি করতে পারে।

৩. ঠান্ডাজনিত সমস্যা থাকলে মেহেদি না দেওয়াই ভালো। কারণ এর শীতল প্রভাব ঠান্ডার সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে।

৪. মেহেদি পেস্টকে চুলে সম্পূর্ণ শুকাতে দেবেন না। এতে চুলে পানিশূন্যতা সৃষ্টি হতে পারে।

৫. মেহেদি পেস্ট বানানোর সময় ধাতব বাটি এড়িয়ে চলুন। কারণ এর উপাদানগুলো ধাতব বাটির সঙ্গে বিক্রিয়া করতে পারে।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.