The Daily Adin Logo
ফিচার
লাইফস্টাইল ডেস্ক

রবিবার, ২২ জুন ২০২৫

আপডেট: রবিবার, ২২ জুন ২০২৫

খালি পেটে জিরা পানি খাওয়ার উপকারিতা

খালি পেটে জিরা পানি খাওয়ার উপকারিতা

প্রাকৃতিক উপায়ে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং সুস্থ থাকা আজকের দিনে অনেকের পছন্দের পন্থা। আমাদের রান্নাঘরের সাধারণ মসলা জিরা শুধু স্বাদ ও ঘ্রাণেই নয়, স্বাস্থ্য উপকারিতার দিক থেকেও অসাধারণ। বিশেষ করে খালি পেটে সকালে জিরা পানি পান করলে নানা উপকার মেলে। সহজলভ্য এই পানীয়টি শরীর পরিষ্কার রাখতে, হজমশক্তি বাড়াতে এবং নানা ছোটখাটো সমস্যার প্রতিকার হিসেবে কার্যকর।

চলুন জেনে নিই খালি পেটে জিরা পানি খাওয়ার উপকারিতা কী কী-

১. হজমশক্তি বাড়ায়

জিরা পানিতে থাকা প্রাকৃতিক এনজাইম পাচনতন্ত্র সক্রিয় করে এবং হজমশক্তি বাড়ায়। যারা বদহজম, গ্যাস্ট্রিক বা পেট ফাঁপার সমস্যায় ভোগেন, তাদের জন্য জিরা পানি খালি পেটে পান করা খুবই উপকারী।

২. ওজন কমাতে সাহায্য করে

খালি পেটে জিরা পানি মেটাবলিজম বাড়ায় এবং ফ্যাট বার্ন করতে সহায়তা করে। এটি শরীরে জমে থাকা টক্সিন দূর করে, ফলে ওজন কমাতে সহায়ক ভূমিকা রাখে।

৩. ত্বক পরিষ্কার রাখে

জিরা পানিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বক পরিষ্কার রাখতে এবং ব্রণ প্রতিরোধে সহায়তা করে। এটি রক্ত পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়

জিরা প্রাকৃতিকভাবে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি। এতে থাকা ভিটামিন সি ও আয়রন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

৫. পেটের গ্যাস দূর করে

যারা গ্যাস বা অ্যাসিডিটির সমস্যায় ভোগেন, তারা খালি পেটে জিরা পানি পান করলে তা দূর হতে পারে। এটি পেটের অস্বস্তি কমায়।

৬. মাসিকের অসুবিধা কমায়

মহিলাদের মাসিককালীন পেটব্যথা বা ক্র্যাম্প কমাতে খালি পেটে হালকা গরম জিরা পানি বেশ কার্যকর।

৭. কিডনির কার্যকারিতা বাড়ায়

জিরা পানি শরীরে জমে থাকা টক্সিন ও বাড়তি লবণ বের করে কিডনিকে সুস্থ রাখে।

৮. হাইড্রেশন বাড়ায়

জিরা পানি শরীরকে আর্দ্র রাখে এবং সকালে পান করলে সারাদিনের পানির চাহিদার ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

কীভাবে খাবেন

১/ রাতে ১ চা-চামচ জিরা ১ গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন।

২/ সকালে খালি পেটে হালকা গরম করে অথবা স্বাভাবিকভাবেই ছেঁকে পান করুন।

৩/ চাইলে এক চামচ মধু মিশিয়ে নিতে পারেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.