The Daily Adin Logo
ফিচার
রূপালী ডেস্ক

শনিবার, ১২ জুলাই ২০২৫

আপডেট: শনিবার, ১২ জুলাই ২০২৫

শপিংমলের গোপন ক্যামেরা থেকে বাঁচবেন যেভাবে

শপিংমলের গোপন ক্যামেরা থেকে বাঁচবেন যেভাবে

কেনাকাটা করার জন্য অবশ্যই শপিংমলে যেতে হয়। এর কোনো বিকল্প নেই। কিন্তু জানেন কি, শপিংমলে আপনার ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হতে পারে? বিশেষ করে নারীরা এ ধরনের কাজের শিকার বেশি হন।

শপিংমলের কিছু অসাধু কর্মী এমন কিছু কাজ করে যাতে নারীদের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হয়। এর মধ্যে অন্যতম একটি হলো ট্রায়াল রুমে গোপন ক্যামেরা সংযুক্ত করা।

বিষয়টি হতে পারে এ রকম, ধরা যাক আপনার খুব প্রিয় মানুষটি শপিং করতে গেছে। কাপড় পছন্দ করার পর তিনি যখন ট্রায়াল রুমে যাবেন, তখনই ঘটবে বিপত্তি। গোপন ক্যামেরায় ধরা পড়বে তার কার্যক্রম। পরবর্তীতে এটা ছড়িয়ে যেতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেটের বিভিন্ন ক্ষেত্রে।

ট্রায়াল রুম কিংবা টয়লেটে অভ্যন্তরীণ দৃশ্য ধারণ প্রত্যেকের জন্যই খুব বড় একটি হুমকি। এটা থেকে বাঁচতে গোপন ক্যামেরা আছে কি না তা আমাদের আগে থেকেই শনাক্ত করা শিখতে হবে।

আসুন দেখে নিই সেটা কীভাবে করা যায়-

রুমে গোপন ক্যামেরার অস্তিত্ব নির্ণয় করা যায় খুব সহজে। কাজটি আপনিও করতে পারেন মাত্র এক মিনিটে। এ জন্য ট্রায়াল রুমে (যেখানে কাপড় বদল করবেন) ঢুকে আপনার মোবাইল থেকে কাউকে কল দেওয়ার চেষ্টা করুন। যদি কল করা যায় ও নেটওয়ার্ক ঠিক থাকে, তাহলে বুঝবেন গোপন ক্যামেরা নেই। আর যদি কল করা না যায় ও নেটওয়ার্ক হঠাৎ করে একদম ডাউন হয়ে যায়, তাহলে বুঝবেন সেখানে অবশ্যই গোপন ক্যামেরা রয়েছে।

গোপন ক্যামেরার সঙ্গে ফাইবার অপটিক্যাল ক্যাবল থাকে। সিগন্যাল ট্রান্সফার করার সময় এর ইন্টারফিয়ারেন্স হতে থাকে। এজন্য মোবাইল নেটওয়ার্ক সেখানে ঠিকমতো কাজ করে না।

এ ছাড়াও বর্তমানে ট্রায়াল রুমে এক ধরনের আয়না ব্যবহার করা হয়। এটাও অনেক বড় একটা হুমকি। এই আয়নাকে বলা হয় ‘টু-ওয়ে মিরর’। এর সাহায্যে আয়নার পেছনে থেকেই যে কেউ দেখে নিতে পারে গোপন মুহূর্ত।

আজকাল টয়লেট বা ট্রায়ালরুমে অনেক ক্ষেত্রেই টু-ওয়ে মিরর ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। এতে সাধারণ আয়নার মতোই নিজেকে দেখতে পাওয়া যাবে কিন্তু আয়নার পেছনে কেউ থাকলে তাকে দেখা যাবে না। অথচ সে আপনাকে স্পষ্ট দেখতে পাবে। আর সেখান থেকেই তৈরি হবে গোপন মুহূর্তের ভিডিও।

টু-ওয়ে মিরর আছে কি না যেভাবে বুঝবেন

শপিংমল অথবা দোকানের যে ট্রায়ালরুমে আপনি কাপড় পরিবর্তনের জন্য ঢুকছেন সেখানে কোনো আয়না থাকলে তার সামনে আপনার আঙুল তির্যকভাবে রাখুন। এভাবে রাখার পর যদি আয়না ও আঙুলের মধ্যে একটু ফাঁকা জায়গা থাকে তাহলে বুঝতে হবে আয়নাটি ঠিক আছে। আর যদি কোনো ফাঁকা জায়গা না থাকে তাহলে বুঝতে হবে আয়নাটি সেই ‘টু-ওয়ে মিরর’।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.