The Daily Adin Logo
ফিচার
ফিচার ডেস্ক

সোমবার, ২৮ জুলাই ২০২৫

আপডেট: রবিবার, ২৭ জুলাই ২০২৫

খুব ভোরে ঘুম থেকে ওঠার সহজ ও কার্যকর সাত টিপস

খুব ভোরে ঘুম থেকে ওঠার সহজ ও কার্যকর সাত টিপস

ভোরবেলা ঘুম থেকে উঠে দিন শুরু করা মানেই পুরো দিনটাকে কর্মক্ষম, ইতিবাচক ও প্রোডাকটিভভাবে কাটানোর সুযোগ।

তবে এই অভ্যাস গড়ে তোলা অনেকের কাছেই কঠিন মনে হয়। সঠিক কৌশল মেনে চললে খুব সহজেই এই পরিবর্তন আনা সম্ভব।

নিচে দেওয়া হলো খুব ভোরে ঘুম থেকে ওঠার জন্য সাতটি সহজ ও কার্যকর টিপস:

১. রাতেই তৈরি হোন ভোরের জন্য

ভোরে উঠতে চাইলে প্রস্তুতি শুরু করতে হবে আগের রাত থেকেই। সঠিক সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস গড়ে তুলুন। ঘুমানোর আগে এক কাপ গরম দুধ পান করা বা হালকা কিছু পড়া—যেমন বই বা ইসলামিক সাহিত্য—ঘুমকে স্বস্তিদায়ক করতে পারে।

২. সময় ধীরে ধীরে এগিয়ে নিন

একবারেই ভোর ৫টায় ওঠার চেষ্টা না করে, ধীরে ধীরে ১৫ মিনিট করে আপনার ঘুম থেকে ওঠার সময়টা এগিয়ে আনুন। এতে শরীর সহজে রুটিনে অভ্যস্ত হয়ে পড়বে।

৩. ঘুম ভাঙার পর সূর্যের আলো গ্রহণ করুন

সকালে উঠে কিছুক্ষণ সূর্যের আলোয় থাকুন। এটি শরীরের বায়োলজিকাল ক্লক বা সার্কাডিয়ান রিদমকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। ফলে আপনি আরও সতেজ বোধ করবেন।

৪. অ্যালার্মের সুর বদলান

একঘেয়েমি সৃষ্টিকারী অ্যালার্ম বাদ দিয়ে বেছে নিন এমন সুর, যা আপনাকে আলতোভাবে ঘুম ভাঙাতে সক্ষম। এটি বিরক্তিকর না হয়ে বরং কার্যকর মনে হবে।

৫. স্ক্রিন টাইম কমান

ঘুমানোর আগে মোবাইল, টিভি বা ল্যাপটপের স্ক্রিনে চোখ না রাখাই উত্তম। এসব ডিভাইস থেকে নির্গত নীল আলো ঘুমের জন্য ক্ষতিকর এবং ঘুমাতে দেরি করিয়ে দেয়।

৬. ভোরে হালকা ব্যায়াম করুন

সকালে উঠে কিছু হালকা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেমন হাঁটা, স্ট্রেচিং বা যোগব্যায়াম করলে শরীর সতেজ হবে। এটি ঘুম কাটাতে ও এনার্জি বাড়াতে সাহায্য করে।

৭. সকালে আনন্দদায়ক রুটিন তৈরি করুন

ঘুম থেকে উঠে এমন কিছু করুন যা আপনাকে খুশি করে—যেমন প্রিয় বই পড়া, এক কাপ কফি পান, কিংবা পছন্দের নাশতা তৈরি করা। এতে সকালে উঠা হবে আরও উৎসাহব্যঞ্জক।

ভোরে ওঠা একটি অভ্যাস, যা একদিনে গড়ে ওঠে না। তবে নিয়মিত চর্চার মাধ্যমে এই অভ্যাসকে স্থায়ী করা সম্ভব। মনে রাখবেন, প্রতিটি সকাল একটি নতুন সুযোগ—সেই সুযোগকে কাজে লাগাতে আজ থেকেই শুরু হোক আপনার নতুন দিনের যাত্রা।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.