The Daily Adin Logo
ফিচার
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

উচ্চ রক্তচাপের রোগীদের জন্য প্যারাসিটামল কি নিরাপদ?

উচ্চ রক্তচাপের রোগীদের জন্য প্যারাসিটামল কি নিরাপদ?

দীর্ঘদিন ধরে নিরাপদ ব্যথানাশক ওষুধ হিসেবে পরিচিত প্যারাসিটামল (অ্যাসিটামিনোফেন)। তবে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এটি কতটা নিরাপদ—সেই প্রশ্ন এখন চিকিৎসা বিজ্ঞানে নতুনভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অফ এডিনবরা পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত প্যারাসিটামল সেবনে উচ্চ রক্তচাপ বাড়তে পারে। গবেষণায় অংশ নিয়েছেন ১১০ জন উচ্চ রক্তচাপ আক্রান্ত ব্যক্তি, যাদের দুই সপ্তাহ ধরে দৈনিক চারবার করে প্যারাসিটামল বা প্লাসিবো ট্যাবলেট খাওয়ানো হয়। পরে দল পরিবর্তনের মাধ্যমে পর্যবেক্ষণ চালানো হয়।

গবেষণায় দেখা গেছে, প্যারাসিটামল গ্রহণকারী অংশগ্রহণকারীদের রক্তচাপ প্লাসিবো গ্রহণের সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যদিও এই বৃদ্ধি তীব্র নয়, তবে তা হৃদরোগ ও স্ট্রোকের মতো ঝুঁকিপূর্ণ রোগের সম্ভাবনা বাড়াতে যথেষ্ট বলেই মনে করছেন গবেষকরা।

গবেষণা দলের প্রধান অধ্যাপক জেমস ডিয়ার বলেন, ‘প্যারাসিটামলকে এতদিন তুলনামূলক নিরাপদ হিসেবে বিবেচনা করা হলেও, দীর্ঘমেয়াদি ব্যবহারের ক্ষেত্রে এখন আরও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।’

তবে গবেষকরা স্পষ্ট করেছেন, জ্বর বা সাধারণ মাথাব্যথার মতো সমস্যায় মাঝে মাঝে প্যারাসিটামল গ্রহণে চিন্তার কিছু নেই। কিন্তু যারা দীর্ঘমেয়াদে জয়েন্ট বা পেশির ব্যথায় নিয়মিত প্যারাসিটামল খান, তাদের জন্য এই তথ্য উদ্বেগের হতে পারে। এ ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

ব্যথা নিয়ন্ত্রণে প্যারাসিটামলের বিকল্প হিসেবে গবেষকরা পরামর্শ দিয়েছেন নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং মানসিক চাপ কমানোর মতো জীবনধারা পরিবর্তনের। এ ধরনের অভ্যাস দীর্ঘমেয়াদে ব্যথা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.