The Daily Adin Logo
ফিচার
ফিচার ডেস্ক

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

আপডেট: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

পাঁচ তারকা হোটেলের খাবার খরচ কেমন?

পাঁচ তারকা হোটেলের খাবার খরচ কেমন?

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহরে রয়েছে পাঁচ তারকা হোটেল। এসব হোটেলে দেশি-বিদেশি নানা স্বাদের খাবারের আয়োজন করা থাকে। যেখানে খাওয়া মানেই বিলাসবহুল পরিবেশ, বৈচিত্র্যময় মেনু আর চমৎকার সার্ভিসের অভিজ্ঞতা।

সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত প্রতিটি পদই সাজানো হয় নান্দনিকতা ও মানের সমন্বয়ে। বুফে, সেট মেনু কিংবা বিশেষ থিম নাইট সব ক্ষেত্রেই থাকে বৈচিত্র্যপূর্ণ আয়োজন।

এ ছাড়া কিছু হোটেলে বিশেষ দিবস বা মৌসুমভিত্তিক খাবারের আয়োজনও করা হয়, যা অতিথিদের জন্য বাড়তি আনন্দের উৎস হয়ে ওঠে।

আপনি কি বাংলাদেশের কোনো পাঁচ তারকা হোটেলে সকালের নাস্তা বা রাতের খাবার উপভোগ করতে চান? তাহলে আপনার পকেট থেকে কত খরচ হতে পারে, তা জানা গুরুত্বপূর্ণ।

জেনে নিন পাঁচ তারকা হোটেলের খাবার খরচ কেমন-

ওয়েস্টিন: সকালের নাস্তা ৪ হাজার ৫০ টাকা, রাতের খাবার ৮ হাজার ৪৫০ টাকা

শেরাটন: সকালের নাস্তা ৪ হাজার টাকা, রাতের খাবার ৮ হাজার ৯৫০ টাকা

ইন্টারকন্টিনেন্টাল: সকালের নাস্তা ৪ হাজার টাকা রাতের খাবার ৮ হাজার টাকা

প্যান প্যাসিফিক সোনারগাঁও: সকালের নাস্তা ৩ হাজার ৩০০ টাকা, রাতের খাবার ৬ হাজার ৪৫০ টাকা 

র‌্যাডিসন ব্লু: সকালের নাস্তা ৪ হাজার ৩০০ টাকা, রাতের খাবার ৭ হাজার ৯০০ টাকা

এ ছাড়াও পাঁচ তারকা হোটেলগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন অফার থাকে। কখনো একজনের সঙ্গে দুইজন, কখনও তিনজন বা  চারজন পর্যন্ত অফার দিয়ে থাকে।

এভাবে পাঁচ তারকা হোটেলে খাওয়া মানেই শুধুমাত্র খাবার নয়, পুরো অভিজ্ঞতার জন্যই খরচ সামঞ্জস্য করা হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.