The Daily Adin Logo
ফিচার
রূপালী প্রতিবেদক

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

শনিবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

শনিবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।

তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব, আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ শনিবার ২০ সেপ্টেম্বর ২০২৫, চলুন দেখে নেওয়া যাক, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে আপনার রাশি কী বার্তা দিচ্ছে।

মেষ রাশি

অর্থ উপার্জনের সঙ্গে খরচের মাত্রাও বাড়বে। বিবাহিত জীবনে আনন্দ থাকবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। কর্মক্ষেত্রে আইনি জটিলতা বাড়তে পারে। স্ত্রীরোগের প্রকোপ বাড়তে পারে। মাথায় আঘাত বা রক্তপাতের সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি

সঠিক সিদ্ধান্তের অভাবে কিছু পেতে বাধা আসতে পারে। বন্ধুর থেকে উপকার পেতে পারেন। রোগভোগের প্রাদুর্ভাব বাড়বে। প্রেমের সম্পর্ক তিক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনিক স্তরে কর্মরতদের পদোন্নতির সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে শত্রুদের কারণে ক্ষতি হতে পারে।

মিথুন রাশি

আজ আইনি সমস্যা এড়িয়ে চলুন। ব্যবসায় আর্থিক প্রতিপত্তি বাড়বে। বিলাসিতার কারণে আজ অর্থ ব্যয় হতে পারে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর রাখা উচিত। পুরোনো ঋণ পরিশোধের সম্ভাবনা রয়েছে। দাম্পত্যে মতান্তর আসবে।

কর্কট রাশি

জমি জায়গার বিষয়ে বিশেষ সতর্ক থাকুন। ওষুধের ব্যবসা লাভজনক হবে। গলার সমস্যায় কষ্ট পেতে পারেন। অনিশ্চিত ক্ষেত্রে বিনিয়োগ করলে লোকসান হতে পারে। দূরবর্তী স্থানে বদলি হতে পারেন কর্কট রাশির জাতকরা।

সিংহ রাশি

আজ আয় বাড়বে। অংশীদারি ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। হিসেবের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উন্নতির যোগ রয়েছে। দাম্পত্যে মতান্তর বাড়তে পারে। ছোট ভাইয়ের কারণে ক্ষতি হতে পারে সিংহ রাশির জাতকদের। দূরে কোথাও ভ্রমণে গেলে বিপদের সম্ভাবনা আছে।

কন্যা রাশি

আজ অনেক কাজের মধ্যে উপযুক্ত কাজটি বেছে নিন। কর্মক্ষেত্রে কিছুটা চাপমুক্ত থাকবেন। অংশীদারি ব্যবসায় লাভ হবে। কাছের বন্ধুর সাহায্য পেতে পারেন। অবিবাহিতদের বিয়ের যোগাযোগে বাধা আসতে পারে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে।

তুলা রাশি

নতুন কর্মপ্রার্থীদের আয়ের পথ খুলতে পারে। ভাই-বোনের শারীরিক অবস্থার অবনতির যোগ রয়েছে। কাছাকাছি ভ্রমণ হতে পারে। সম্পত্তি নিয়ে গোলযোগ হতে পারে। পড়াশোনায় অমনোযোগ বাড়বে। স্বাস্থ্য নিয়ে চিন্তার উদ্রেক হতে পারে।

বৃশ্চিক রাশি

আজ সাংসারিক সমস্যাগুলি সমাধান করার সুযোগ পাবেন। ঈর্ষাকাতর সহকর্মী থেকে সাবধান থাকুন। অংশীদারি ব্যবসা লাভজনক হবে। গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে পারে। নতুন বাড়ি কেনার সম্ভাবনা প্রবল। নতুন গাড়িও কিনতে পারেন।

ধনু রাশি

কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে। উচ্চশিক্ষায় সাফল্য আসবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা পাওনা টাকা আজ পেতে পারেন। কাছের বন্ধুর থেকে উপকার পেতে পারেন। সরকারি অনুদান বা সাহায্য পাওয়ার যোগ রয়েছে।

মকর রাশি

ব্যবসায়িক লেনদেন আজ সতর্কতার সঙ্গে করুন মকর রাশির জাতকরা। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। কোনও অভিজ্ঞ ব্যক্তির সুপরামর্শে আইনি সমস্যা এড়ানো সম্ভব হবে। কর্মক্ষেত্রে বদলি হওয়ার যোগ রয়েছে।

কুম্ভ রাশি

জনকল্যাণমূলক কাজে লিপ্ত হতে পারেন। জ্ঞাতিশত্রুতা বাড়তে পারে। হঠকারী সিদ্ধান্তে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। অতিরিক্ত অর্থব্যয় সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আইনি সমস্যা ও ক্ষতির আশঙ্কা রয়েছে। সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন।

মীন রাশি

আজ কর্মজীবনে বড় পরিবর্তন আসতে পারে। জল থেকে বিপদের সম্ভাবনা রয়েছে। সবাইকে সহজে বিশ্বাস করলে ঠকতে পারেন। গোপন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। কোন হিতাকাঙ্খী ব্যক্তির সাহায্য পেতে পারেন। আর্থিক প্রতারণার মধ্যে পড়তে পারেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.