The Daily Adin Logo
স্বাস্থ্য
মেডিকেল প্রতিবেদক

বুধবার, ৩০ জুলাই ২০২৫

আপডেট: বুধবার, ৩০ জুলাই ২০২৫

চিকিৎসা শেষে ছাড়পত্র পান আরও ১ রোগী, আশঙ্কাজনক ৩

চিকিৎসা শেষে ছাড়পত্র পান আরও ১ রোগী, আশঙ্কাজনক ৩

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ফারজানা ইয়াসমিন (৪৫) নামের একজন রোগীকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। তিনি উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন।

এ ঘটনায় বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২ জন, যাদের অবস্থা আশঙ্কাজনক। আরও ১ জনকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে, যার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন এসব তথ্য জানান। তিনি বলেন, ‌‘৩২ জন রোগীর মধ্যে ৩ জন ক্রিটিক্যাল ক্যাটাগরিতে, ৭ জন সিভিয়ার ক্যাটাগরিতে এবং বাকি রোগীরা অন্যান্য ওয়ার্ড ও কেবিনে চিকিৎসাধীন।’

তিনি আরও জানান, এখন পর্যন্ত মোট ১৫৮টি ছোট-বড় অপারেশন করা হয়েছে এবং ১৪ জন রোগীর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। গত তিন দিন ধরে কোনো নতুন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আজকের পর থেকে বার্ন ইনস্টিটিউটে আর আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে না। প্রতিদিনের চিকিৎসা সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এই ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দগ্ধদের দ্রুত আরোগ্য কামনা করছেন স্বজন ও সাধারণ মানুষ।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.