The Daily Adin Logo
স্বাস্থ্য
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

গাজায় চিকিৎসা দিচ্ছেন বাংলাদেশ থেকে এমবিবিএস পাস ৪১ জন

গাজায় চিকিৎসা দিচ্ছেন বাংলাদেশ থেকে এমবিবিএস পাস ৪১ জন

বাংলাদেশের মেডিকেল কলেজগুলো থেকে এমবিবিএস পাস করে ফিলিস্তিনের গাজায় আহতদের চিকিৎসাসেবা দিচ্ছেন ৪১ জন চিকিৎসক। তারা ফিলিস্তিনের নাগরিক। স্কলারশিপ নিয়ে বাংলাদেশ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করে নিজ দেশে ফিরে চিকিৎসাসেবায় নিয়োজিত হয়েছেন।

সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত এ তথ্য জানিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান বলেন, বাংলাদেশ থেকে শিক্ষা অর্জন করে ৪১ জন চিকিৎসক গাজায় আহতদের চিকিৎসাসেবা দিচ্ছেন। এ জন্য ফিলিস্তিনের জনগণ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশের এ অবদান ফিলিস্তিনিদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। যখন ফিলিস্তিন মুক্ত হবে, তখন আমরা বাংলাদেশের ছাত্র-ছাত্রীদেরও ফিলিস্তিনে পড়ালেখার সুযোগ করে দেব।

বৈঠকে শিক্ষা উপদেষ্টা ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশ ও ফিলিস্তিনের শিক্ষাব্যবস্থাকে উভয়ের সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত পোষণ করেন। উভয় দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে দুজনের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আরও শিক্ষাবৃত্তি দেওয়ার মাধ্যমে ফিলিস্তিনের ছাত্র-ছাত্রীদের বাংলাদেশে লেখাপড়া করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রদূত।

তিনি আরও জানান, ফিলিস্তিনের শিক্ষা বিস্তারে বাংলাদেশের অবদানকে তারা বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং বাংলাদেশের এ সহযোগিতার জন্য ফিলিস্তিনের বর্তমান শিক্ষামন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেছেন। বর্তমানে গাজায় যে সংকট চলছে, এ সংকটে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.