The Daily Adin Logo
তথ্য-প্রযুক্তি
রূপালী ডেস্ক

শনিবার, ২৩ আগস্ট ২০২৫

আপডেট: শনিবার, ২৩ আগস্ট ২০২৫

কখনোই বদলাবে না যেসব ফোনের ডায়ালপ্যাড 

কখনোই বদলাবে না যেসব ফোনের ডায়ালপ্যাড 

বর্তমান সময়ে তরুণ-তরুণী থেকে শুরু করে সবার হাতে হাতে স্মার্টফোন। হঠাৎ করেই দেখা গেল স্মার্টফোনের ডায়াল প্যাড বদলে গেছে।  তাই অনেকেই চিন্তিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন, ‘কেন এমন হলো?’।  কিন্তু আপনি কি জানেন, সব মোবাইল ফোনেই এ পরিবর্তন হয়নি? কিছু মোবাইল ফোনেই এসেছে এ পরিবর্তন, কেন জানেন?

মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ’ ডিজাইন ভাষার কারণে  পরিবর্তন হয়েছে স্মার্টফোনের ডায়ালপ্যাডে। আর ফোনের এ আধুনিক, স্টাইলিশ ও ব্যবহারবান্ধব পরিবর্তন আনছে গুগল।

ফোন অ্যাপে নিয়মিত আপডেট করতে ‘গুগল ডায়ালার’ চলতি মাসে ভার্সন ১৮৬ থেকে ১৮৮ এর মধ্যে নতুন ডিজাইনটি বিশ্বব্যাপী ধাপে ধাপে উন্মুক্ত করেছে। আর এ কারণেই কিছু কিছু মোবাইল ফোনের ডায়ালপ্যাড এবং ইনকামিং কল স্ক্রিনে এসেছে পরিবর্তন। তবে সব মোবাইল ফোনেই এ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। খোঁজ নিয়ে জানা যায়, যে সমস্ত স্মার্টফোন ‘ডিফল্ট গুগল ডায়ালার’ ব্যবহার করে শুধু সেসব মোবাইল ফোনেই এ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

যেসব ফোনের ডায়ালপ্যাড পরিবর্তন হয়নি

যেসব মোবাইল ফোন কল ডায়ালের জন্য ‘ডিফল্ট গুগল ডায়ালার’ ব্যবহার করে যেমন রিয়েল মি, অপো, ওয়ান প্লাস, মোটোরোলা, রেডমি প্রতিষ্ঠানের মোবাইল ফোনের ডায়াল প্যাড পরিবর্তন হয়েছে। কিন্তু ভিভো, স্যামস্যাং, আইফোনের ডায়ালপ্যাডে এ পরিবর্তন দেখা যাচ্ছে না। কারণ এসব প্রতিষ্ঠানের মোবাইল ফোনগুলোতে ‘নিজস্ব ডায়ালার’ ব্যবহার করা হয়। ‘গুগল ডায়ালার’র ব্যবহার না করায় এসব ফোনের ডায়ালপ্যাডে কোনো পরিবর্তন হয়নি। 

ডায়ালপ্যাডে পরিবর্তন চাইলে করণীয়

যাদের মোবাইল ফোনে প্রতিষ্ঠানের নিজস্ব ডায়ালার রয়েছে তারা যদি ‘গুগল ডায়ালার’র পরিবর্তন উপভোগ করতে চান তবে তারা ফোনের সেটিংয়ে ‘গুগল অটো আপডেট’ অপশন অন করে দেখতে পারেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.