The Daily Adin Logo
চাকরি
চাকরি ডেস্ক

শনিবার, ১৯ জুলাই ২০২৫

আপডেট: শনিবার, ১৯ জুলাই ২০২৫

৪০ হাজার টাকা বেতনে অফিসার নিচ্ছে বেসরকারি ব্যাংক

৪০ হাজার টাকা বেতনে অফিসার নিচ্ছে বেসরকারি ব্যাংক

বেসরকারি এনআরবি ব্যাংক পিএলসি তাদের ম্যানেজমেন্ট টিমে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ট্রেইনি অফিসার (আইটি) পদের জন্য মেধাবী, তরুণ ও উদ্যমী ব্যক্তিদের খুঁজছে।

আবেদনের যোগ্যতা

* ইউজিসি অনুমোদিত যেকোনো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং স্বনামধন্য বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।

* স্নাতক ও স্নাতকোত্তর উভয় প্রোগ্রামে ন্যূনতম প্রথম শ্রেণি বা এর সমতুল্য সিজিপিএ ৩.০০ থাকতে হবে। যেকোনো একাডেমিক পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমতুল্য সিজিপিএ এই পদে আবেদনের জন্য গ্রহণযোগ্য হবে না।

* ৩১.০৬.২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ৩২ (বত্রিশ) বছরের মধ্য হতে হবে।

বেতনকাঠামো

প্রবেশনকালে এ পদে সমন্বিত মাসিক বেতন হবে শুধু ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা। ট্রেইনি অফিসারদের জন্য ন্যূনতম ১ (এক) বছরের প্রবেশনকাল থাকবে। সন্তোষজনকভাবে প্রবেশনকাল সম্পন্ন করার পর প্রার্থী অফিসার পদে স্থায়ী হবেন। এ সময় বেতন হবে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০২৫।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.