The Daily Adin Logo
চাকরি
চাকরি ডেস্ক

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

১০ অক্টোবর ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষা

১০ অক্টোবর ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষা

সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

পিএসসি গত ২১ জুলাই শিক্ষক নিয়োগের জন্য ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সরকারি কলেজে শূন্য পদ ৬৫৩টি এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি। আবেদন গ্রহণ করা হয় ২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত।

পরীক্ষার কাঠামো অনুযায়ী, লিখিত পরীক্ষা মোট ৩০০ নম্বরের হবে। এর মধ্যে ২০০ নম্বরের পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে এবং বাকি ১০০ নম্বর মৌখিক পরীক্ষার জন্য সংরক্ষিত থাকবে। এমসিকিউ পরীক্ষার ২০০ নম্বরের বণ্টন হবে প্রার্থী যে বিষয় নির্বাচন করবেন তার ওপর ১০০ নম্বর এবং সাধারণ বিষয়ের জন্য ১০০ নম্বর।

সাধারণ বিষয়ে ১০০ নম্বর বণ্টন হবে বাংলায় ২০, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, গাণিতিক যুক্তিতে ১০ ও মানসিক দক্ষতায় ১০ নম্বর। এই পরীক্ষার জন্য মোট সময় থাকবে ২ ঘণ্টা।

এর আগে সরকারি কলেজগুলোর শূন্য পদ পূরণে ১৪, ১৬ ও ২৬তম এই তিনটি বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৩ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.