The Daily Adin Logo
আইন-আদালত
রূপালী ডেস্ক

বুধবার, ০৬ আগস্ট ২০২৫

আপডেট: বুধবার, ০৬ আগস্ট ২০২৫

শেখ সেলিমের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

শেখ সেলিমের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের ৩৫টি ব্যাংক হিসাব ও ২৩টি বিও (শেয়ার) হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৬ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এ দিন দুদকের উপপরিচালক মো. খায়রুল হক আদালতে এ সংক্রান্ত আবেদন করেন।

আবেদনে বলা হয়, শেখ সেলিম ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে দেশ-বিদেশে বিপুল পরিমাণে স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এসব অভিযোগ অনুসন্ধানের জন্য একটি টিম গঠন করা হয়েছে।

দুদকের দাবি, অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্য-উপাত্তে দেখা গেছে শেখ সেলিম ও তার পরিবারের সদস্যরা অর্জিত সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা গোপন করার চেষ্টা করছেন।

ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব সম্পদ অবরুদ্ধ না করলে ভবিষ্যতে তা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। এ অবস্থায় তার ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অস্থাবর সম্পদ অবরুদ্ধ করার আবেদন জানানো হয়, যা আদালত মঞ্জুর করেন।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.