The Daily Adin Logo
আইন-আদালত
রূপালী প্রতিবেদক

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। মামলার বিচার চলাকালে আদালত তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এইচ এম রুহুল আমিন মোল্লা।

এর আগে, ২০২৩ সালের ৭ ডিসেম্বর ভুক্তভোগী মো. আবুল কালাম আজাদ আদালতে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলাটি দায়ের করেন। আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে পিবিআই অভিযোগের সত্যতা পেয়ে আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেয়।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণার উদ্দেশে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি গঠন করেন এবং চমকপ্রদ বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করে পণ্য কেনার জন্য টাকা গ্রহণ করেন। বাদী অভিযোগ করেন, তিনি কোম্পানির দেওয়া অফার দেখে ১১টি মোটরসাইকেল কেনার জন্য ২৩ লাখ টাকা পরিশোধ করেন। কিন্তু নির্ধারিত ৭-৩০ দিনের মধ্যে পণ্য সরবরাহ না করে আসামিরা বিভিন্ন অজুহাতে টাকা আত্মসাৎ করেন।

এই রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিন আলোচিত ইভ্যালি প্রতারণা মামলার নিষ্পত্তি হলো। আইনজীবীরা মনে করছেন, এ রায় দেশে ই-কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.