The Daily Adin Logo
জাতীয়
রূপালী ডেস্ক

শুক্রবার, ০৭ মার্চ ২০২৫

আপডেট: শুক্রবার, ০৭ মার্চ ২০২৫

জানা গেল ঈদযাত্রার বাসের টিকিট কবে মিলবে

জানা গেল ঈদযাত্রার বাসের টিকিট কবে মিলবে

আসন্ন ঈদ উপলক্ষে আগামী ১৪ মার্চ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

ওইদিন থেকে ২৫-৩১ মার্চের অগ্রিম টিকিট দেওয়া হবে।

বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

শুভঙ্কর ঘোষ বলেন, বৃহস্পতিবার অ্যাসোসিয়েশনের প্রস্তুতিমূলক সভায় ওই সিদ্ধান্ত হয়েছে।

তিনি জানান, ১৪ মার্চ থেকে যাত্রীরা অনলাইন ও কাউন্টার, উভয় মাধ্যমে বাসের টিকিট কিনতে পারবেন।

 

অতিরিক্ত ভাড়া আদায়ে যাত্রীরা যেন হয়রানির মুখে না পড়েন, সেজন্য ঈদের আগে-পরে টার্মিনালগুলোতে মনিটরিং টিম কাজ করবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব মালিককে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।’

এ ছাড়া ঈদযাত্রায় রাতের বাসগুলোর জন্য বাড়তি নিরাপত্তার কথা বিবেচনা করছে বলেও তিনি জানিয়েছেন।

তিনি বলেন, ‘এবারের ঈদভ্রমণ যেন দুর্ভোগমুক্ত হয়, সে জন্য আমরা চেষ্টা করছি, নানা পরিকল্পনা করছি।’

এদিকে ঈদযাত্রার রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হবে ১৪ মার্চ থেকে। টানা ৭ দিন চলবে আগাম টিকিট বিক্রির কার্যক্রম।

রেলওয়ে জানায়, এবারও সব আগাম টিকিট বিক্রি হবে অনলাইনে। কাউন্টারে কোনো আগাম টিকিট বিক্রি হবে না।

এবার ঈদ উপলক্ষে মোট ৫ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। আর ঈদযাত্রা শুরু হবে ২৪ মার্চ থেকে।

ঈদে বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানো হতে পারে। তবে কয়টি বিশেষ ট্রেন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

যাত্রী চাহিদা অনুযায়ী রুট চূড়ান্ত করা হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.