The Daily Adin Logo
জাতীয়
নিজস্ব প্রতিবেদক

শনিবার, ১৭ মে ২০২৫

আপডেট: শনিবার, ১৭ মে ২০২৫

মাদক-অনিয়ন্ত্রিত জীবনযাপনের অভিযোগে নারী সমন্বয়ককে অব্যাহতি

মাদক-অনিয়ন্ত্রিত জীবনযাপনের অভিযোগে নারী সমন্বয়ককে অব্যাহতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে সংগঠনের মহানগর সংগঠক শাহরিয়ার সিকদারকে বহিষ্কার করেছে দলটি।

শনিবার (১৭ মে) মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিনের স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এই সিদ্ধান্তগুলো জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক আরিফ এই তথ্য নিশ্চিত করেছেন।

একটি আদেশে বলা হয়, সম্প্রতি ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠিত একটি সংগঠনের প্রতিনিধির এই ধরনের আচরণ জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। 

এই কারণে সংগঠনের ভাবমূর্তি রক্ষার স্বার্থে লিজাকে মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

অপর একটি আদেশে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে ডবলমুরিং থানায় আটক হওয়ায় শাহরিয়ার সিকদারকে সংগঠকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এই ঘটনাগুলো সংগঠনের অভ্যন্তরে এবং বিভিন্ন সামাজিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। সংগঠনের নেতারা জানিয়েছেন, সংগঠনের ভাবমূর্তি ও মূল্যবোধ রক্ষা করার জন্য ভবিষ্যতে এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.