The Daily Adin Logo
জাতীয়
রূপালী ডেস্ক

সোমবার, ২৩ জুন ২০২৫

আপডেট: সোমবার, ২৩ জুন ২০২৫

রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন এ বিষয়ে রুলের শুনানি ৭ জুলাই

রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন এ বিষয়ে রুলের শুনানি ৭ জুলাই

রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পাঠ করানোসংক্রান্ত বাহাত্তরের সংবিধানের বিধান পুনর্বহাল ও প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের শপথ পড়ানোসংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর বিধান প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানির জন্য আগামী ৭ জুলাই দিন ঠিক করেছেন হাইকোর্ট।

এ-সংক্রান্ত বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানির জন্য উপস্থাপন করা হলে সোমবার (২৩ জুন) হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই দিন ঠিক করে আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, সঙ্গে ছিলেন আইনজীবী ফাতেমা-তুজ-জোহরা।

এর আগে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের শপথ পড়ানোসংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর বিধান প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১১ মার্চ হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল দেন।

রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতি শপথ পাঠ করানোসংক্রান্ত বাহাত্তরের সংবিধানের বিধান পুনর্বহালে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে গত ১০ মার্চ গীতি কবি শহীদুল্লাহ ফরায়জী রিটটি করেন। আইন সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়েছে এ রিটে।

আদালতে ওইদিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ওমর ফারুক, সঙ্গে ছিলেন আইনজীবী ফাতেমা-তুজ-জোহরা। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

‘রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথবাক্য পাঠ করাবেন’ বাদ দিয়ে পঞ্চদশ সংশোধনীর স্পিকারের পড়ানোসংক্রান্ত বিধান কেন বাহাত্তরের মূল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং সংশোধনীর অংশটুকু কেন বাতিল (শুরু থেকেই) হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। রুলে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়।

সংবিধানের চতুর্থ সংশোধনীর আগে প্রধান বিচারপতিকে শপথ পাঠ করাতেন রাষ্ট্রপতি আর রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাতেন প্রধান বিচারপতি। চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির শপথ পাঠ করানোর বিধানে পরিবর্তন আনা হয়। এরপর রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার।

পরে পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই বিধান বাতিল করে দেওয়া হয়। কিন্তু ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন স্পিকার, সেই বিধান ফিরিয়ে আনা হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.