The Daily Adin Logo
জাতীয়
রূপালী ডেস্ক

শুক্রবার, ২৭ জুন ২০২৫

আপডেট: শুক্রবার, ২৭ জুন ২০২৫

বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে সামাজিক ব্যবসা : প্রধান উপদেষ্টা

বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে সামাজিক ব্যবসা : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে সামাজিক ব্যবসা। এই পৃথিবী বদলাতে সব জাতিকে ভূমিকা রাখতে হবে। একটি সুন্দর বিশ্ব তৈরি করতে চায় বাংলাদেশ। যেখানে বিষণ্ন থাকবে না। 

সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে দুদিনব্যাপী ১৫তম সোশ্যাল বিজনেস ডের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার (২৭ জুন) সকালে এসব কথা বলেন তিনি। 

ড. মুহাম্মদ ইউনূস বলেন, পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একমাত্র সঠিক পথ সামাজিক ব্যবসা। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব।

তিনি বলেন, সামাজিক ব্যবসা দিবস একটি পারিবারিক পুনর্মিলন। এই দিবস পালনে বিগত সরকারের আপত্তি ছিল। ৫ আগস্টের পর প্রথম এ দিবস পালন করতে পারলো বাংলাদেশ।

প্রধান উপদেষ্টা বলেন, যেকোনো শিক্ষা সিস্টেম তৈরি স্বপ্ন দেখার মাধ্যমে করতে হবে। শিক্ষা সিস্টেমের প্রথম কাজ হবে স্বপ্ন দেখা শেখানো। নতুন সভ্যতা গড়তে সহায়তা করবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়।

এবারের সম্মেলনে অংশ নিয়েছেন বিশ্বের ৩৮টি দেশের ১ হাজার ৪০০ জনেরও বেশি প্রতিনিধি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.