The Daily Adin Logo
জাতীয়
রূপালী প্রতিবেদক

শুক্রবার, ২৭ জুন ২০২৫

আপডেট: শুক্রবার, ২৭ জুন ২০২৫

কর্মকর্তা-কর্মচারীদের কঠোর বার্তা দিল এনবিআর

কর্মকর্তা-কর্মচারীদের কঠোর বার্তা দিল এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনস্থ কর্মকর্তা ও কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত থেকে সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সরকার।

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকলে বা বিলম্বে অফিসে এলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেছে এনবিআর।

শুক্রবার (২৭ জুন) রাতে এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এ কঠোর নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনের কারণে রাজস্ব খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এনবিআরের মাঠ পর্যায়ের দপ্তরগুলোতে সেবাদানে ব্যাঘাত ঘটছে। এতে জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।’

সরকারি বিধি অনুযায়ী, বিনা অনুমতিতে অনুপস্থিতি, অফিস ত্যাগ কিংবা দেরিতে অফিসে আসা শৃঙ্খলা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আগামী অর্থবছরের প্রস্তুতির অংশ হিসেবে এনবিআর জানিয়েছে, ‘অর্থবছরের শেষ তিনটি কর্মদিবসে ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি ও রাজস্ব আদায় সচল রাখার জন্য সব কাস্টমস হাউস, কর কমিশনারেট ও ভ্যাট দপ্তরের কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে।’

এ ছাড়া কমিশনারদের নিজ নিজ দপ্তরের সব কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়, ‘জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন দপ্তরে কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে অনুপস্থিত, দেরিতে অফিসে প্রবেশ বা অফিস ত্যাগ করলে তার বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.