The Daily Adin Logo
জাতীয়
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন বাতিল

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন বাতিল

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের প্রচলিত রীতি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সরকারি কর্মকর্তাদের অতিরিক্ত প্রটোকল ও সম্মানসূচক সম্বোধন সংক্রান্ত বিদ্যমান নির্দেশনাগুলো পুনর্বিবেচনার জন্য একটি দুই সদস্যবিশিষ্ট পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, জ্বালানি, সড়ক ও রেলপথ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান এবং পরিবেশ ও জলসম্পদ বিষয়ক উপদেষ্টা সাঈদা রিজওয়ানা হাসান।

এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে উপদেষ্টা পরিষদের কাছে ‘সম্মানসূচক সম্বোধন ও প্রটোকল নির্দেশিকা’ সংশোধনের সুপারিশ পেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় আরও জানানো হয়, শেখ হাসিনার দীর্ঘ ১৬ বছরের শাসনামলে ‘স্যার’ সম্বোধন একটি প্রাতিষ্ঠানিক রূপ পায়, যা উচ্চপদস্থ মহিলা কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রয়োগ করা হতো। এ ধরনের লিঙ্গ-নিরপেক্ষ শব্দচয়ন এবং প্রটোকলের অস্বাভাবিকতা নিয়ে সভায় সমালোচনা ওঠে।

উপদেষ্টা পরিষদ মনে করে, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র পরিচালনায় এই ধরনের ঔপনিবেশিক ধাঁচের সম্বোধন সংস্কৃতি পরিহার করা জরুরি। সম্মান থাকবে কাজের ভিত্তিতে, পদ-পদবির অন্ধ আনুগত্যের ভিত্তিতে নয়, এমন দর্শনেই এগিয়ে যেতে চায় নতুন সরকার।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.