The Daily Adin Logo
জাতীয়
রূপালী ডেস্ক

সোমবার, ১৪ জুলাই ২০২৫

আপডেট: সোমবার, ১৪ জুলাই ২০২৫

যুবকদের দক্ষতা উন্নয়নে অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধান উপদেষ্টা

যুবকদের দক্ষতা উন্নয়নে অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধান উপদেষ্টা

বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গঠনে দেশের যুবসমাজকে দক্ষ জনসম্পদে পরিণত করতে দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১৪ জুলাই) ‘বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৫’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত এই সরকার যুবদের কর্মসংস্থান ও ক্ষমতায়নে অঙ্গীকারবদ্ধ।’

প্রফেসর ইউনূস বলেন, ‘জাতীয় উন্নয়নের গতি বাড়াতে এবং শ্রমবাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে দক্ষ যুবসমাজ অপরিহার্য। দেশ ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা পূরণে প্রযুক্তিগত জ্ঞান ও প্রশিক্ষণের বিকল্প নেই।’

এ বছরের দিবসের প্রতিপাদ্য, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুবদের ক্ষমতায়ন’কে সময়োপযোগী বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এই প্রতিপাদ্য আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে সহায়ক হবে।’

তিনি জানান, ‘সরকার এরইমধ্যে দেশ-বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদান এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য নানা উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ সরকারি ও বেসরকারি অংশীদারদের সঙ্গে মিলে একটি শক্তিশালী দক্ষতা উন্নয়ন ব্যবস্থা গড়তে কাজ করছে।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘যুবদের কর্মক্ষেত্রে উপযোগী করে তোলার পাশাপাশি তাদের উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে হবে। একটি আধুনিক, টেকসই বাংলাদেশ গঠনে এটি অন্যতম পূর্বশর্ত।’

তিনি ‘বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৫’-এর সফলতা কামনা করেন এবং এ উপলক্ষে নেওয়া সব কর্মসূচির জন্য শুভেচ্ছা জানান।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.