The Daily Adin Logo
জাতীয়
রূপালী ডেস্ক

রবিবার, ২৭ জুলাই ২০২৫

আপডেট: রবিবার, ২৭ জুলাই ২০২৫

কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সব স্থগিত

কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সব স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি বহাল রেখে বাকি সারাদেশের কমিটি স্থগিত ঘোষণা।

রোববার (২৭ জুলাই) বিকেলে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক রিফাত রশিদ।

রিফাত রশিদ বলেন, অর্গানুগ্রাম অনুযায়ী আজকের এই সময় থেকে কেন্দ্রীয় কমিটি বাদে সারাদেশের সকল কমিটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক এমন কাউকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করতে দেওয়া হবে না।  

এই ব্যানার ব্যবহার করে অপকর্ম ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তিনি। 

উল্লেখ্য,  শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর রাজধানীর গুলশানের ৮৩ নম্বর রোড থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাগছাসের পাঁচ নেতাকর্মীকে চাঁদাবাজির অভিযোগে হাতেনাতে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন—ইব্রাহিম হোসেন মুন্না, মো. সাকাদাউন সিয়াম, সাদাব, জানে আলম অপু ও আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)।

পুলিশ জানায়, তারা ‘সমন্বয়ক’ পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির চেষ্টা করছিলেন। বর্তমানে তারা গুলশান থানা হেফাজতে রয়েছেন। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.