The Daily Adin Logo
জাতীয়
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

যুক্ত হচ্ছে ৪৫ লাখ, বাদ পড়ছে ২১ লাখ ভোটার

যুক্ত হচ্ছে ৪৫ লাখ, বাদ পড়ছে ২১ লাখ ভোটার

জাতীয় সংসদ নির্বাচনের আগে বড় পরিসরে ভোটার তালিকার হালনাগাদ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে সংস্থাটি। এতে নতুন করে যুক্ত হচ্ছে প্রায় ৪৫ লাখ ভোটার, অন্যদিকে তালিকা থেকে বাদ পড়ছে প্রায় ২১ লাখ মৃত ভোটার।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন।

তিনি বলেন, ‌‘ভোটার তালিকা আইন সংশোধনের কাজ শেষ হওয়ায় এবার একটি পূর্ণাঙ্গ খসড়া তালিকা প্রকাশ করা হবে। এর আগে পরিকল্পনা ছিল সম্পূরক তালিকা প্রকাশের।’

ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, ১০ আগস্ট প্রকাশিত তালিকাটি খসড়া হিসেবে থাকবে। এরপর যাচাইবাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তবে সেটি আগস্টের মধ্যেই সম্ভব হবে কি না তা নিশ্চিত নয়।

ইসি সূত্রে জানা গেছে, দাবি-আপত্তি নিষ্পত্তির পর আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে।

গত ২০ জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে ইসি। এতে মোট ৬৫ লাখ ৫৬ হাজার ৫৯৫ জন নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়। এদের মধ্যে ৬১ লাখ ৮৮ হাজার ৪৩ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে।

তাদের মধ্যে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম হয়েছে এমন ভোটারযোগ্য ৪৫ লাখ ৩৪ হাজার ৮৩৯ জন। এদের মধ্যে পুরুষ ১৮ লাখ ৯৬ হাজার ৮২৮ জন, নারী ২৬ লাখ ৩৭ হাজার ৮৫৭ জন এবং হিজড়া ১৫৪ জন।

এ ছাড়া ২০০৭ সালের ২ জানুয়ারি থেকে ২০১৮ সালের ১ জানুয়ারির মধ্যে জন্ম নেওয়া আরও ১৬ লাখ ৫৩ হাজার ২০৪ জন ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৯ লাখ ৮ হাজার ৩১৫ জন, নারী ৭ লাখ ৪৪ হাজার ৮৬১ জন এবং হিজড়া ২৮ জন।

একই সময়ে মৃত ভোটারদের তথ্য হালনাগাদে ২১ লাখ ৭৬ হাজার ৮১৪ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ২০ লাখ ৫৪ হাজার ৬৬৫ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার এন্ট্রি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

আগামী ১০ আগস্ট উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খসড়া তালিকা প্রকাশের পর কেউ ভুল বা আপত্তি থাকলে নির্ধারিত ফরমে সংশোধনের আবেদন জানাতে পারবেন। একই সময়ে ঠিকানা পরিবর্তনের আবেদনও গ্রহণ করা হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.