The Daily Adin Logo
জাতীয়
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি

ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের নবম কমিশন সভা মুলতবি করার পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ, এবং ইসি সচিব মো. আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সানাউল্লাহ বলেন, ‘আমাদের তিনটি বিষয় ছিলো। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন অধ্যাদেশ ২০২৫) ও বিদেশ থেকে পোস্টাল ব্যালটে ভোটদান এবং দেশের ভিতরেও পোস্টাল ব্যালটে ভোটদানের প্রক্রিয়া।’

তিনি বলেন, ‘রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মতামতের ভিত্তিতে আচরণ বিধিমালার খসড়া ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। আরপিও সংশোধনের কাজও অনেক দূর এগিয়েছে। তবে আজকের সভা মুলতবি হওয়ায়, এটি নিয়ে আগামী সপ্তাহে আবার বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও জানান, দেশ-বিদেশে পোস্টাল ব্যালটে ভোট প্রদানকে ঘিরে যে নীতিমালা তৈরির প্রক্রিয়া চলছে, তা এবারই প্রথম এতটা গুরুত্ব পাচ্ছে। নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও তিনি উল্লেখ করেন।

কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এজন্য সব প্রস্তুতি দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.