The Daily Adin Logo
জাতীয়
নিজস্ব প্রতিবেদক

শনিবার, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: শনিবার, ৩০ আগস্ট ২০২৫

রাজধানীতে রাজনৈতিক সংঘর্ষ, যা বলছে আইএসপিআর

রাজধানীতে রাজনৈতিক সংঘর্ষ, যা বলছে আইএসপিআর

রাজধানীর কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শুক্রবার (৩০ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে এ সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে পুলিশ উপস্থিত হয়। কিন্তু সংঘর্ষ বাড়তে থাকলে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা হলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, শুরুতে আইনশৃঙ্খলা বাহিনী উভয় পক্ষকে শান্ত থাকতে ও শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার আহ্বান জানায়। তবে কিছু নেতাকর্মী তা উপেক্ষা করে সহিংসতা চালায়।

রাত ৯টার দিকে মশাল মিছিল বের করা হয় এবং ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। এতে বিজয়নগর, নয়াপল্টনসহ আশপাশের এলাকায় জনদুর্ভোগ বেড়ে যায়। সংঘর্ষে সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হন।

বিবৃতিতে আরও বলা হয়, মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। সেনাবাহিনীও এ অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও কঠোর অবস্থান নেবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.