The Daily Adin Logo
জাতীয়
রূপালী ডেস্ক

সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

সাদাপাথর লুটপাটে কেউ রেহাই পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাদাপাথর লুটপাটে কেউ রেহাই পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেটের গোয়াইনঘাটের আলোচিত সাদাপাথর লুটপাট ও দুর্নীতির ঘটনায় দায়ীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সাদাপাথর লুটপাট এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন আমরা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। যদি তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রতিবেদনটি যদি অসত্য হয়, তাহলে দুদকের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নৌবাহিনী ও বিমানবাহিনীকেও মোতায়েন করা হবে। দেশের মানুষ যাতে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটিই সরকারের অগ্রাধিকার।’

সম্প্রতি সাবেক ডাকসু ভিপি এবং জাতীয় নেতৃত্বে থাকা নুরুল হক নুরের ওপর হামলা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নুর একজন জাতীয় পর্যায়ের নেতা। তার ওপর হামলার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকার চায়, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।’

সিলেট সফরের অংশ হিসেবে উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সকালেই বিজিবি সেক্টর সদর দপ্তর ও সিলেট পুলিশ লাইন্স পরিদর্শন করেন। বিকেলে তিনি সিলেট ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন এবং সন্ধ্যায় ঢাকা ফেরার কথা রয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.