The Daily Adin Logo
জাতীয়
রূপালী প্রতিবেদক

শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে: উপদেষ্টা আসিফ

আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে: উপদেষ্টা আসিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যারা ডিসেম্বরের নির্বাচন চেয়েছিল তাদের অনেকে এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, নির্বাচন হলে তাদের স্বার্থে আঘাত লাগবে। আমরা চাই স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন হোক।

আসিফ মাহমুদ আরও বলেন, দেশের নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর প্রভাব ছিল। ক্ষমতাসীনরা তাদের ঘনিষ্ঠদের চাকরিতে নিয়োগ দিত। তবে বর্তমান সময়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, মেধাবীরাই দেশের সম্পদ। কোনো মামা-চাচা বা ঘুষ ছাড়া যারা নিয়োগ পেয়েছেন তাদের সময় এসেছে দেশকে প্রতিদান দেওয়ার।

জাতীয় পার্টির কার্যালয়ে হামলার বিষয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনা নিন্দনীয়। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, মব ও রাজনৈতিক কর্মসূচির মধ্যে পার্থক্য বুঝতে হবে। লাশ পোড়ানোর মতো ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। কার অবহেলার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে, তা খতিয়ে দেখা হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.