The Daily Adin Logo
জাতীয়
রূপালী ডেস্ক

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজের ওপর হামলার চেষ্টা আ.লীগ নেতাকর্মীদের

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজের ওপর হামলার চেষ্টা আ.লীগ নেতাকর্মীদের

লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনার শেষে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে লন্ডনের ব্লুমসবারি এলাকায় অবস্থিত সোয়াস বিশ্ববিদ্যালয় (দ্য স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে এ সেমিনারের আয়োজন করেছিল বাংলাদেশ হাইকমিশন।

সেমিনার শেষে হাইকমিশনের কালো রঙের বিএমডব্লিউ গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় কয়েকজন আওয়ামী লীগ কর্মী গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন। এমনকি কয়েকজন কর্মী গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন। তবে পুলিশের হস্তক্ষেপে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের দাবি, গাড়িটির ভেতরে মাহফুজ আলম ছিলেন না। হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন গণমাধ্যমকে জানান, ‘কর্মীরা ভেবে নিয়েছিলেন গাড়িটিতে তথ্য উপদেষ্টা আছেন। কিন্তু তিনি অন্য রাস্তায় অন্য গাড়িতে করে সোয়াস ত্যাগ করেন।’

পরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক আলোচনায় মাহফুজ আলম বলেন, ‘আজ আমি আওয়ামী লীগের আক্রমণের একদম কাছাকাছি ছিলাম।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.