The Daily Adin Logo
রাজনীতি
রূপালী ডেস্ক

সোমবার, ২৬ মে ২০২৫

আপডেট: সোমবার, ২৬ মে ২০২৫

আগামী নির্বাচনে অন্ধ ভক্ত হওয়ার প্রয়োজন নেই : সারজিস

আগামী নির্বাচনে অন্ধ ভক্ত হওয়ার প্রয়োজন নেই : সারজিস

আগামী নির্বাচনে অন্ধ ভক্ত হওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির কাউকে ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না।’

সোমবার (২৬ মে) নীলফামারীর ৬ উপজেলায় পথসভা ও লিফলেট বিতরণ শেষে ডোমারে পথসভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘বিগত নির্বাচনগুলোতে নেতারা জনগণের পকেটে টাকা দিয়ে ক্ষমতায় এসে বয়স্কা ভাতাসহ সবকিছু মেরে দিয়েছে। যাদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাদের হাত ধরেই এসেছে এনসিপি। আগামী নির্বাচনে অন্ধ ভক্ত হওয়ার প্রয়োজন নেই; জাতীয় নাগরিক পার্টির কাউকে ভালো লাগলে ভোট দেবেন না হলে দেবেন না।’

তিনি বলেন, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন ক্ষমতা ছাড়ার চিন্তাও না করে। আগামীতে আপনারা মার্কা দেখে ভোট না দিয়ে ভালো মানুষ দেখে ভোট দেবেন। সেই ব্যক্তি কোনো দলের হোক বা না হোক, তার মার্কা থাকুক বা না থাকুক, সে যদি মানুষ ভালো হয়, সে আপনাদের জন্য কাজ করবে। 

তিনি আরও বলেন, যে ব্যক্তি চাঁদাবাজি করবে তাকে কোনোভাবেই ছাড় দেবেন না। আপনারা প্রতিবাদ গড়ে তুলবেন, এই প্রতিবাদ জারি রাখবেন। না হইলে তারাও একসময় আপনাদের গলা চেপে ধরবে।

সারজিস বলেন, আপনারা চোখ-কান খোলা রাখবেন, আপনাদের আশপাশে এখনো অনেক সিন্ডিকেট তৈরি হবে। অনেক মানুষ ক্ষমতার অপব্যবহার করবে। এই মানুষগুলোকে শুরুতে যদি প্রতিবাদ করে প্রতিহত না করেন, এরাই আবার ধীরে ধীরে আপনাদের জিম্মি করে ফেলবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে উত্তরাঞ্চলের জেলা নীলফামারীর ৬ উপজেলায় পথসভা ও লিফলেট বিতরণ করছেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম। সঙ্গে আছেন এনসিপির সদস্যরা।

নীলফামারীর ৬ উপজেলার মধ্যে প্রথম পথসভা সকালে হয় ডোমার উপজেলায়। ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে মৌলিক সংস্কার ও নতুন সংস্কারের রূপরেখা’ তুলে ধরে মানুষের ভাবনা ও মতামত নেওয়াই তাদের লক্ষ্য।

এ সময় লিফলেট বিতরণ করা হয়। সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ও করেন সারজিস আলম।
 
সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বানও জানান তিনি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.