The Daily Adin Logo
রাজনীতি
রূপালী ডেস্ক

শনিবার, ০৭ জুন ২০২৫

আপডেট: শনিবার, ০৭ জুন ২০২৫

সুবর্ণচর-সদরের খেদমত করতে চাই : নাছির উদ্দীন

সুবর্ণচর-সদরের খেদমত করতে চাই : নাছির উদ্দীন

সফলতার সাথে দায়িত্ব পালনে এলাকাবাসীর দোয়া চেয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

শনিবার (৭ জুন) সকালে নোয়াখালীর সুবর্ণচরের নিজ গ্রামে ঈদের নামাজ শেষে এলাকাবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। 

নাছির উদ্দীন নাছির বলেন, ‘আজকে অনেকেই নেই, যারা কিছু দিন আগেও ছিলেন। তাদেরকে স্মরণ করছি আল্লাহ যেন তাদের বেহেশতবাসী করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দায়িত্ব ১ বছর ৩ মাস শেষ করেছি। আমাদের কমিটির সাংগঠনিক দায়িত্ব হচ্ছে দুই বছরের। এ সময়টা খুবই চ্যালেঞ্জিং। বিভিন্ন ষড়যন্ত্র থাকে সংকট থাকে।’

তিনি বলেন, ‘আপনাদের সকলের দোয়ার মাধ্যমে যেন এই সময়টুকু সফলতার সাথে শেষ করতে পারি এবং সুবর্ণচর-সদরের আগামীতে যেন খেদমত করতে পারি। সেই জন্য সকলের দোয়া চাই। আমাদের এলাকার অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তাদের জন্য দোয়া করবো। আমাদের সদর সুবর্ণচরের অনেকেই অসুস্থ আমি সবার জন্য যথাসাধ্য চেষ্টা করি। কারো যদি কোনো সমস্যা থাকে আমাদের স্মরণ করলে আমরা যথাসাধ্য চেষ্টা করব।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.