The Daily Adin Logo
রাজনীতি
নিজস্ব প্রতিবেদক

রবিবার, ০৮ জুন ২০২৫

আপডেট: রবিবার, ০৮ জুন ২০২৫

শহীদের রক্তের অমর্যাদা হোক এমন ভোট চায় না জামায়াত

শহীদের রক্তের অমর্যাদা হোক এমন ভোট চায় না জামায়াত

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ঈদ মিলনায়তনে পেশাজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের নির্বাচন পরিস্থিতি এবং তাদের প্রত্যাশা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। 

আজ রোববার (৮ জুন) ঈদ মিলনায়তনে তিনি বলেন, ‘শহীদের রক্তের অমর্যাদা হয় এমন ভোট তারা দেখতে চান না’।  

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ‘সুন্দর ও সুষ্ঠু নির্বাচন’ কামনা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘অন্য কোনো দেশ বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করুক, এটা কাম্য নয়।’ এদিকে তার এই মন্তব্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি প্রভাব নিয়ে চলমান বিতর্কের মধ্যে তাৎপর্যপূর্ণ।

এদিন সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি ইয়ামির আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.