The Daily Adin Logo
রাজনীতি
রূপালী ডেস্ক

বুধবার, ১১ জুন ২০২৫

আপডেট: বুধবার, ১১ জুন ২০২৫

ছুটিতে গিয়ে ছাত্রদল নেতার মাথা ফাটালেন এসআই

ছুটিতে গিয়ে ছাত্রদল নেতার মাথা ফাটালেন এসআই

নেত্রকোনার আটপাড়ায় ছুটিতে এসে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ঢাকা মহানগর পুলিশের উত্তরখান থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) জাহিদুল হাসানের বিরুদ্ধে।

সোমবার (১০ জুন) বেলা ১টার দিকে আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বর্তমানে ঈদুল আজহার ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করছেন এসআই জাহিদুল।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতা শাকিলের ছোট ভাই মনির বাজারে গেলে এসআই জাহিদের ছোট ভাই তাকে চড়-থাপ্পড় মারেন। বিষয়টি জানতে পেরে শাকিল বাজারে গিয়ে এ ঘটনার কারণ জানতে চাইলে এসআই জাহিদ ও তার তিন ভাই—রতন, হৃদয় ও হিমেল মিলে শাকিল ও তার চাচা মোস্তাকিমের (৪৫) ওপর হামলা চালান।

অভিযোগ রয়েছে, হামলার সময় এসআই জাহিদুল কাঠের লাঠি দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে শাকিল ও মোস্তাকিমকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শাকিলকে পাঠানো হয় নেত্রকোনা সদর হাসপাতালে এবং মোস্তাকিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানা গেছে, আহত শাকিল ২০২৪ সালের জুলাই মাসে ঢাকায় অনুষ্ঠিত গণঅভ্যুত্থান কর্মসূচিতে আহত হন এবং সরকার ঘোষিত রাজনৈতিক ভাতাভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন।

উল্লেখ্য, অভিযুক্ত এসআই জাহিদুল হাসান রিয়াদ শুনই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান মিয়ার ছেলে।

এ বিষয়ে ছাত্রদল নেতা শাকিল বলেন, ‘আমি শুধু আমার ছোট ভাইকে মারার কারণ জানতে গিয়েছিলাম। তখন জাহিদুল বলেন, ‘অনেক বড় নেতা হয়ে গেছিস, দেখি এখন কে তোকে বাঁচায়।’ এরপর আমাদের ওপর হামলা চালানো হয়।

অভিযোগ অস্বীকার করে এসআই জাহিদুল বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।’

আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.