The Daily Adin Logo
রাজনীতি
রূপালী ডেস্ক

শনিবার, ২৮ জুন ২০২৫

আপডেট: শনিবার, ২৮ জুন ২০২৫

পিআর পদ্ধতি ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না: গোলাম পরওয়ার

পিআর পদ্ধতি ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নাহলে দেশের জনগণ তা গ্রহণ করবে না। তিনি বলেন, এ বিষয়ে গ্রাম থেকে শহর পর্যন্ত ঐক্যের স্রোত তৈরি হয়েছে।

শনিবার (২৮ জুন) বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত মহাসমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের মূল দাবি ছিল পিআর পদ্ধতিতে নির্বাচন, গণহত্যার বিচার এবং কার্যকর রাজনৈতিক সংস্কার।

গোলাম পরওয়ার বলেন, ‘দৃশ্যমান রাজনৈতিক সংস্কার অবশ্যম্ভাবী। কেউ যদি বলেন, ক্ষমতায় গিয়ে সংস্কার করবেন। তবে তাদের প্রশ্ন করা উচিত, কীভাবে তারা নিশ্চিত হলেন যে তারা ক্ষমতায় যাবেন?’

বর্তমান সরকারের কিছু কার্যকলাপে জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের আগে সরকারকে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে এবং একটি সমতাপূর্ণ নির্বাচনী পরিবেশ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আজ ভিন্ন মত ও পথের মানুষ এক প্ল্যাটফর্মে এসেছেন, যা ইসলামী ঐক্যের এক নতুন সম্ভাবনা তৈরি করেছে। চরমোনাই পীরের এই উদ্যোগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘আমরা জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেবো না। যারা খুন করেছে, তাদের বিচার দৃশ্যমান হতে হবে। গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের অধিকার নিশ্চিত করতে হবে। সরকারের ভেতরে কোনো ফ্যাসিবাদী শক্তিকে টিকতে দেওয়া যাবে না। জুলাইয়ের ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে।’
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.