The Daily Adin Logo
রাজনীতি
রূপালী ডেস্ক

শুক্রবার, ১১ জুলাই ২০২৫

আপডেট: শুক্রবার, ১১ জুলাই ২০২৫

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা, রাজনৈতিক পরিচয়ে ছাড় নয়: নাসির

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা, রাজনৈতিক পরিচয়ে ছাড় নয়: নাসির

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী চাঁদ সোহাগ হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, রাজনৈতিক পরিচয় থাকলেও কেউ অপরাধ করলে তার কোনো ছাড় নেই।

শুক্রবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘চকবাজারের খুনের ঘটনায় দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। রাজনৈতিক পরিচয় থাকলেও কেউ অপরাধ করে যেন পার না পায়।’

নাসির আরও বলেন, ‘খুনি ও সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে তদন্তে কোনো গাফিলতি চলবে না। ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা ও নিরাপত্তা দিতে হবে।’

ছাত্রদল নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিএনপি কিংবা এর কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত কেউ যদি দলীয় পরিচয়ের আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ায়, আমরা তাদের প্রতিহত করব।’

তিনি আরও বলেন, ‘অপরাধীদের রক্ষা নয়, তাদের বিচারের মুখোমুখি করা আমাদের নৈতিক দায়িত্ব। রাজনীতির নামে অপরাধে কেউ প্রশ্রয় পাবে না।’

উল্লেখ্য, গত ৯ জুলাই বিকেলে মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে। এ ঘটনায় যুবদলের দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী, মামলাটি তদন্তাধীন রয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.