The Daily Adin Logo
রাজনীতি
রূপালী ডেস্ক

শুক্রবার, ১১ জুলাই ২০২৫

আপডেট: শুক্রবার, ১১ জুলাই ২০২৫

‘মিটফোর্ড হত্যায় ব্যবস্থা নেওয়ার পরও দায় চাপানো অপরাজনীতি’

‘মিটফোর্ড হত্যায় ব্যবস্থা নেওয়ার পরও দায় চাপানো অপরাজনীতি’

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মূল ফটকে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সংগঠনগত কঠোর ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানোকে ‘নোংরা অপরাজনীতি’ বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (১১ জুলাই) রাতে গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, মিটফোর্ডের ঘটনায় সিরিয়াস ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও বিচ্ছিন্ন এই ঘটনার দায় বিএনপির ওপর চাপানো একটি রাজনৈতিক ষড়যন্ত্র এবং নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন কখনও কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, ভবিষ্যতেও দেবে না। এখানে দলের অবস্থান একেবারেই জিরো টলারেন্স।

তিনি আরও বলেন, দলীয় পরিচয় থাকলেই কেউ অপরাধ করলে দায়মুক্তি পাবে না। বরং তাকে বিচারের মুখোমুখি করতে হবে।

এদিকে, একই ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে আজীবন বহিষ্কার করেছে যুবদল। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম নয়ন।

এক বিবৃতিতে তারা বলেন, যুবদল অপরাধীদের কোনো আশ্রয়-প্রশ্রয় দেয় না। বহিষ্কৃতদের অপকর্মের দায় দল নেবে না। তাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্কও রাখা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে আমরা আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে জানিয়ে দেওয়া হচ্ছে, দলীয় পরিচয়ের আড়ালে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.