The Daily Adin Logo
রাজনীতি
রূপালী প্রতিবেদক

শনিবার, ১২ জুলাই ২০২৫

আপডেট: শনিবার, ১২ জুলাই ২০২৫

অনিরাপদ কর্মীদের দল দ্বারা মানুষের নিরাপত্তা সম্ভব নয়: আতাউর

অনিরাপদ কর্মীদের দল দ্বারা মানুষের নিরাপত্তা সম্ভব নয়: আতাউর

নিজ দলের কর্মীরাই যদি নিরাপদ না থাকে তাহলে সেই দলের দ্বারা দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার।

শনিবার (১২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত কসবা পৌরসভার কদমতলী বাজার, কসবা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা ও নতুন বাজারে গণসংযোগ করেন তিনি। 

এ সময় তিনি ১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন এবং জনসাধারণের সঙ্গে কথা বলেন।

গণসংযোগ শেষে স্থানীয় সাংবাদিকদের সামনে আতাউর রহমান সরকার বলেন, যাদের হাতে নিজ দলের কর্মীরাই অনিরাপদ, তাদের দ্বারা এ দেশের সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা সম্ভব নয়। ৫ আগস্টের পর যারা চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও খুনের মহোৎসব চালিয়েছে, কসবা-আখাউড়াবাসী এবার তাদের প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। এবার ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার প্রার্থীরাই বিজয়ী হবে এবং ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।

গণসংযোগে যারা উপস্থিত ছিলেন: ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলার সাবেক আমির দ্বীন ইসলাম ভূঁইয়া, কসবা পৌরসভার আমির হারুন অর রশিদ, জেলা শিবিরের সাবেক সভাপতি নুরুল আমিন, আসনের সদস্যসচিব ও উপজেলা জামায়াতের নায়েবে আমির শিবলী নোমানী, উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম সারওয়ার, কসবা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হান্নান, সাবেক উপজেলা জামায়াত সেক্রেটারি আল আমিন সরকার, উপজেলা শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ, সেক্রেটারি জাহিদ হাসান মোল্লা, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি নুর মাজিদুল হক। এছাড়াও এলাকার বিশিষ্টজন ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.