The Daily Adin Logo
রাজনীতি
রূপালী ডেস্ক

শনিবার, ১৯ জুলাই ২০২৫

আপডেট: শনিবার, ১৯ জুলাই ২০২৫

জঙ্গিবাদের বিরুদ্ধে জামায়াত রুখে দাঁড়াবে: ডা. তাহের

জঙ্গিবাদের বিরুদ্ধে জামায়াত রুখে দাঁড়াবে: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে জামায়াত রুখে দাঁড়াবে। আওয়ামী লীগ এখন গণবিচ্ছিন্ন, তাদের বাংলাদেশে আর কোনো স্থান নেই। ৫ আগস্টের পর দেশে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।

ডা. তাহের বলেন, যারা পুরোনো কায়দায় দেশ শাসনের স্বপ্ন দেখছে, তাদের জনগণ আর সেই সুযোগ দেবে না। বাংলাদেশ এখন নতুন পথে হাঁটছে।

সংস্কার ও নির্বাচন পদ্ধতি নিয়ে তিনি বলেন, কেউ কেউ সংস্কার চান না, আবার কেউ মঞ্চে ভিন্ন ভাব দেখান। এসব লোকের ভেতরে রাজনৈতিক মতলব রয়েছে। প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে ভোটকেন্দ্র দখল কিংবা টাকা দিয়ে ভোট কেনার সুযোগ থাকবে না।

তিনি প্রশ্ন রাখেন, কেউ কেউ বলেন, সংসদে গিয়ে সংস্কারের নিশ্চয়তা দেবেন। কিন্তু আপনারা নিশ্চিত কীভাবে যে সংসদে জিতবেন? ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ইসলামপন্থীরাই বিজয়ী হবে। বাংলাদেশপন্থীরাই এগিয়ে যাবে।

জুলাই সনদ নিয়ে তিনি বলেন, জুলাই সনদের জন্য একটি আইনগত ভিত্তি তৈরি করতে হবে। লিখিতভাবে নিশ্চিত করতে হবে-যারা নির্বাচনে জয়ী হবে, তারাই সনদ বাস্তবায়ন করবে।

এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সমাবেশ শুরু হয় এবং দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল পর্ব শুরু হয়।

দুপুর ১২টা ১৫ মিনিটে সমাবেশস্থলে উপস্থিত হন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তার আগমনে রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগানে মুখর করে তোলেন উদ্যান।

জামায়াত নেতারা দাবি করেন, এটি তাদের স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম, যার মধ্য দিয়ে তারা আবারো রাজনীতির মাঠে আলোড়ন তুলতে চায়।

সমাবেশের শেষ দিকে নতুন প্রজন্মের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বক্তব্যের শুরুতে তিনি সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়েন, তবে বিশ্রাম নিয়ে আবারো বক্তব্য শেষ করেন।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.