The Daily Adin Logo
রাজনীতি
রূপালী ডেস্ক

বুধবার, ২৩ জুলাই ২০২৫

আপডেট: বুধবার, ২৩ জুলাই ২০২৫

আওয়ামী লীগ মাঠে নামলে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলব: সারজিস আলম

আওয়ামী লীগ মাঠে নামলে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলব: সারজিস আলম

আওয়ামী লীগ যদি আবারও রাজনীতির মাঠে সক্রিয় হয়, তাহলে সবাই মিলে তাদের প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২৩ জুলাই) চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা সেই সুযোগ নিয়ে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা ছড়াতে পারবে না। এ দেশে আর তাদের সে সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে যারা অংশ নিয়েছেন, তাদের কারণে আমরা আজ সাহস পাই, অনুপ্রেরণা পাই। শহীদ পরিবার, আহত সহযোদ্ধা, বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ ও অন্যান্য দলের ভাইয়েরা আমাদের শক্তির উৎস।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণ করে সারজিস আলম বলেন, আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা চাই। তবে আমরা তদন্ত কমিটির নাটক আর দেখতে চাই না। প্রতিটি ঘটনার পেছনে কে দায়ী, কোন সিস্টেম ব্যর্থ, কোন প্রতিষ্ঠান উদাসীন ছিল তা খুঁজে বের করে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, এই সরকারের উচিত দায়িত্ব স্বীকার করা। এ ধরনের দুর্ঘটনার পর চুরি বা ধামাচাপা দেওয়ার রাজনীতি আর চলতে দেওয়া যাবে না। জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি পূর্ণ দায়বদ্ধতা দেখাতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সংগঠক সামান্তা শারমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা সমন্বয়ক মাহবুবুল আলম, যুবশক্তির যুগ্ম সদস্য সচিব ইসরাত জাহান বিন্দু, মেহেদী হাসান তানিম, তামিম খান, মুফতি মাহমুদুল হাসান এবং সাইফুল ইসলাম প্রমুখ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.